কিউবা-সঙ্কট মনে করালেন রুশ প্রেসিডেন্ট

সাবেক সোভিয়েত ইউনিয়নকে চাপে রাখতে ১৯৬২ সালে তুরস্কে ক্ষেপণাস্ত্র মজুত করেছিল আমেরিকা।

Advertisement

সংবাদ সংস্থা

মস্কো শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৩১
Share:

ওয়াশিংটনের উপর চাপ বাড়িয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকি, রুশ সেনাবাহিনী প্রস্তুত।—ছবি এপি।

ঠান্ডা যুদ্ধের আমল অতীত। কিন্তু আমেরিকার সঙ্গে ক্ষেপণাস্ত্র নিয়ে বিরোধের আবহে সাতান্ন বছর আগের ‘কিউবার ক্ষেপণাস্ত্র সঙ্কট’-এর স্মৃতি উস্কে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওয়াশিংটনের উপর চাপ বাড়িয়ে তাঁর হুমকি, রুশ সেনাবাহিনী প্রস্তুত। আমেরিকা যদি এতটাই বোকা হয়, তা হলে তাদের ফের ওই সঙ্কট দেখতে হবে। পুতিনের দাবি, তাঁর দেশ পরমাণু অস্ত্রের প্রথম অভিঘাতটি দেওয়ার জন্যও তৈরি।

Advertisement

সাবেক সোভিয়েত ইউনিয়নকে চাপে রাখতে ১৯৬২ সালে তুরস্কে ক্ষেপণাস্ত্র মজুত করেছিল আমেরিকা। পাল্টা জবাবে মস্কো আমেরিকাকে লক্ষ্য করে হামলার জন্য কিউবায় ক্ষেপণাস্ত্র বসিয়ে দিয়েছিল। এ নিয়ে বেশ কিছু দিন ধরে দুই মহাশক্তিধর দেশের মধ্যে টানাপড়েনে পরমাণু যুদ্ধ বাধার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়। প্রায় ছয় দশক পরে দু’দেশের তিক্ততার আবহে

সেই স্মৃতিই মনে করাল মস্কো। রাশিয়ার আশঙ্কা, আমেরিকা ফের ইউরোপে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মজুত করছে। ক্ষেপণাস্ত্র নিয়ে আমেরিকার সঙ্গে তাদের ‘ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস’ (আইএনএফ) চুক্তি নিয়ে টানাপড়েন চলছে বেশ কিছু দিন ধরে। মস্কো সেই চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে আমেরিকা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন