বিক্ষোভ সঙ্গী করে পুতিনের শপথ আজ

রাশিয়ার প্রেসিডেন্ট পদে আগামিকাল চতুর্থ বারের জন্য শপথ নেবেন ভ্লাদিমির পুতিন। তার আগে থমথমে আবহ মস্কোয়। বিরোধী-বিক্ষোভ দমনে উঠে-পড়ে লেগেছে ক্রেমলিন। গত কাল দেশ জুড়ে পুতিন-বিরোধী মিছিলের ডাক দিয়েছিলেন বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মে ২০১৮ ১১:২৩
Share:

দেশ শাসন করেছেন ১৮ বছর। রাশিয়ার প্রেসিডেন্ট পদে আগামিকাল চতুর্থ বারের জন্য শপথ নেবেন ভ্লাদিমির পুতিন। তার আগে থমথমে আবহ মস্কোয়। বিরোধী-বিক্ষোভ দমনে উঠে-পড়ে লেগেছে ক্রেমলিন। গত কাল দেশ জুড়ে পুতিন-বিরোধী মিছিলের ডাক দিয়েছিলেন বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি। ১৬০০ সমর্থক-সহ গ্রেফতার হয়েছেন তিনি।

Advertisement

২০১২ সালে পুতিনের শপথের আগেও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছিল বিক্ষোভকারীদের। শপথের দিনে দেখা গিয়েছিল, কার্যত ফাঁকা রাস্তা দিয়ে এগোচ্ছে পুতিনের কনভয়। এ বারের ভোটে নাভালনি লড়তে না পারায় ফাঁকা মাঠে জিতে যান পুতিন। কাল আম নাগরিকদের নাভালনি আহ্বান জানিয়েছেন পথে নামার। স্লোগানও ঠিক করে দিয়েছেন, ‘তুমি আমাদের জ়ার নও।’ এই আবহে পুতিনের এ বারের শপথ অনুষ্ঠানের জাঁকজমক আগের চেয়ে অনেক কম। পুতিন দেখা করবেন শুধুমাত্র ভোটের সময়ে তাঁর হয়ে কাজ করা স্বেচ্ছাসেবকদের সঙ্গে।

এক দিকে ঘরোয়া রাজনীতির চাপ, অন্য দিকে পশ্চিমী দেশগুলির একটা বড় অংশের সঙ্গে তিক্ততা। এমন এক আবহেই শেষ বারের জন্য মসনদে আসছেন পুতিন। শেষ, কারণ সংবিধান অনুযায়ী চার বারের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না তিনি। গত মেয়াদে পুতিনের দু’টি বড় পদক্ষেপ ছিল ইউক্রেনের থেকে ক্রিমিয়া দখল এবং সিরিয়ার যুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে লড়তে সেনা পাঠানো। এর পরে ব্রিটেনে প্রাক্তন রুশ চর সের্গেই স্ক্রিপাল ও তাঁর মেয়েকে বিষাক্ত রাসায়নিক প্রয়োগে খুনের চেষ্টার অভিযোগও উঠেছে রুশ গোয়েন্দাদের বিরুদ্ধে। এ বার অবশ্য পুতিন বলেছেন, নিজের দেশবাসীর জীবনযাত্রার মানোন্নয়নই হবে তাঁর প্রধান লক্ষ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement