Russia-Ukraine War

দখলদারদের জমি ছাড়া হবে না! ট্রাম্প-পুতিন বৈঠকের আগে আমেরিকার প্রস্তাব খারিজ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

শুক্রবারই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী শুক্রবার আলাস্কায় গিয়ে দেখা করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ট্রাম্প নিজেই তাঁর এই কথা জানিয়েছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তাঁর এই পদক্ষেপ ‘শান্তি চুক্তি’র জন্য বলেই দাবি করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১৮:০৫
Share:

(বাঁ দিকে) ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জ়েলেনস্কি (ডান দিকে)। —ফাইল চিত্র।

ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব খারিজ করে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। রাশিয়ার নাম না-করেই জানিয়ে দিলেন ‘দখলদারদের’ জমি ছাড়বে না ইউক্রেন। শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়া এবং ইউক্রেনের শান্তিচুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারে জমি ছাড়ার প্রসঙ্গটি। সে ক্ষেত্রে রাশিয়াকে কিছু এলাকা ছেড়ে দেবে ইউক্রেন। তবে শনিবার জ়েলেনস্কি স্পষ্ট করে দিলেন যে, এই প্রস্তাবে সায় নেই তাঁর।

Advertisement

শনিবার ভিডিয়ো মাধ্যমে একটি বক্তৃতায় জ়েলেনস্কি বলেন, “আমাদের বিরুদ্ধে কোনও সিদ্ধান্ত নেওয়া হলে কিংবা ইউক্রেনকে ছাড়াই কোনও সিদ্ধান্ত নেওয়া হলে তা শান্তিপ্রক্রিয়াকে বিঘ্নিত করবে।” প্রসঙ্গত, এর আগে ইউক্রেনের আচরণকে অনমনীয় বলে দাবি করে ট্রাম্প জানিয়েছিলেন, জ়েলেনস্কির দেশ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নয়। তবে যে কোনও মূল্যে রাশিয়া-ইউক্রেনের সাড়ে তিন বছরের সংঘাতে দাঁড়ি টানতে চান ট্রাম্প। সে ক্ষেত্রে আরও দু’টি দেশের মধ্যে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করতে পারবেন আমেরিকার প্রেসিডেন্ট।

শুক্রবারই ট্রাম্প জানিয়েছেন, আগামী শুক্রবার আলাস্কায় গিয়ে দেখা করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ট্রাম্প নিজেই এই কথা জানিয়েছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তাঁর এই পদক্ষেপ ‘শান্তি চুক্তি’র জন্য বলেই দাবি করেছেন তিনি। যুদ্ধবিরতির এই চুক্তিতে থাকতে পারে দুই পক্ষের ‘এলাকা বিনিময়’ সংক্রান্ত কিছু শর্তও। আর এই শর্তেই আপত্তি জানিয়েছেন জ়েলেনস্কি। সমাজমাধ্যম ‘ট্রুথ’-এ ট্রাম্প লেখেন, ‘‘আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে আমার ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বৈঠকটি আগামী শুক্রবার, ১৫ অগস্ট অনুষ্ঠিত হবে আলাস্কার গ্রেট ইস্টে।’’ পরবর্তী কালে এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement