মাত্র তিন দিন বেঁচে ছিল সে, শেষ আদরের মুহূর্ত…

এডিনসন। বয়স তিন দিন। মৃত! এখানেই শেষ হয়ে যেতে পারত গল্পটা। ভুল। গল্প নয়। এ হল এক ‘সত্যি গল্প’। জন্মের তিন দিনের মধ্যেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে সিডনির ছোট্ট এডিনসন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৬ ১১:৩১
Share:

এডিনসন। বয়স তিন দিন। মৃত!

Advertisement

এখানেই শেষ হয়ে যেতে পারত গল্পটা।

ভুল। গল্প নয়। এ হল এক ‘সত্যি গল্প’।

Advertisement

জন্মের তিন দিনের মধ্যেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে সিডনির ছোট্ট এডিনসন। কিন্তু, তার বাবা-মা ন্যান্সি এবং চার্লি ম্যাকলিন ছোট্ট এডিনের জীবনটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছেন। কী ভাবে? এডিনের মৃত শরীরটা আদরে ভরিয়ে দিয়েছেন। আর তা সযত্নে ফ্রেমবন্দি করেও রেখেছেন। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চোখের জল বাধ মানছে না!

ঘটনাটি ঠিক কী?

চলতি বছরের জানুয়ারিতে বিয়ে করেন ন্যান্সি এবং চার্লি ম্যাকলিন। ঠিক সাত সপ্তাহ পরেই তাঁদের প্রথম সন্তানের জন্ম দেওয়ার কথা ছিল ন্যান্সির। মার্চ মাসের তৃতীয় সপ্তাহে জন্ম নেয় এডিন। কিন্তু জন্মের পরই চিকিৎসকেরা ওই দম্পতিকে জানান, মেটাবলিক ডিসঅর্ডারের জন্যই প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করতে পারছে না ছোট্ট শিশুটি। এটি এক দূরারোগ্য ব্যাধি। ফলে জন্মের তিন দিনের মাথাতেই শেষ হয়ে যায় তার ছোট্ট জীবন।

কিন্তু, সব যন্ত্রণা চেপে রেখেই এডিনসনের ছোট্ট জীবনটাকেও স্মরণীয় করে রাখতে চেয়েছেন তাঁরা। তাই মাত্র কয়েক মাস আগে তাঁদের বিয়ের অনুষ্ঠানকে যিনি ক্যামেরাবন্দি করেছিলেন, সেই ফোটোগ্রাফার জেমস ডে-কে হাসপাতালে ডেকে নেন ওই দম্পতি।

পেশাদার ফোটোগ্রাফার হিসেবে এই ছবি তুলতে গিয়ে হাত কেঁপে গিয়েছিল জেমসেরও। কারণ, যে এডিনসনের চিরবিদায়ের আগের মুহূর্তগুলি তাঁকে ক্যামেরবন্দি করতে হয়েছে, ওই দম্পতির বিয়ের সময়ে সেই এডিনসনই তো ন্যান্সির গর্ভে ছিল। বিয়ের ছবিতে মায়ের গর্ভে থাকা এডিনসনের উপস্থিতিও সে দিন জেমসের লেন্সে ধরা পড়েছিল। তবুও ওই দম্পতির ডাক ফেরাতে পারেননি জেমস। হাসপাতালে গিয়ে একটা গোটা দিন ন্যান্সি এবং চার্লির সঙ্গে ছোট্ট এডিনসনের শেষ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেন তিনি।

সদ্য সন্তান হারানো ওই দম্পতি জানিয়েছেন, ‘‘আমাদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। কিন্তু এই কঠিন সময়ে, যাঁরা আমাদের সমবেদনা জানিয়েছেন, তাঁদের আমরা ধন্যবাদ জানাই।’’ এডিনসনের স্মৃতিকে আঁকড়েই এখন নতুন করে বাঁচার লড়াই শুরু করতে চান ন্যান্সি এবং চার্লি।

দেখুন সেই ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement