পান্ডাদের দস্যিপনার এই ভিডিও দেখলেই বুঝবেন কেন এটা ভাইরাল

কখনও গুটি গুটি পায়ে সামনে এগিয়ে চলতে গিয়ে ধপাস! আবার কখনও গাছের মগডালে উঠতে গিয়ে জোর ডিগবাজি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৭ ১৭:২০
Share:

ভিডিও থেকে পাওয়া ছবি।

দেখলেই মনটা ভাল হয়ে যায়, এমনই তাদের চালচলন। কখনও গুটি গুটি পায়ে সামনে এগিয়ে চলতে গিয়ে ধপাস! আবার কখনও গাছের মগডালে উঠতে গিয়ে জোর ডিগবাজি। নাদুসনুদুস পান্ডাগুলো দাপিয়ে বেড়াচ্ছে গোটা চিড়িয়াখানা। তাদের দস্যিপনা দেখতেই কানাডারা টরোন্টো চিড়িয়াখানা জুড়ে রোজ ভিড় জমান প্রচুর দর্শক।

Advertisement

আরও পড়ুন: এগুলিই বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়

আগামী ১৩ অক্টোবর কয়েকটি পান্ডা দু’বছরে পা দেবে। তাই তাদের মিষ্টি কাণ্ড-কারখানার একটি ভিডিও সম্প্রতি প্রকাশ করল কানাডা’র টরোন্টো চিড়িয়াখানা। ইতিমধ্যেই এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল। যেখানে ধরা পড়েছে পান্ডাদের কাণ্ড-কারখানা আর পড়ে যাওয়ার নানান মুহূর্ত। যেই ভিডিও এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ ৭৩ হাজার মানুষ দেখে ফেলেছেন।

Advertisement

দেখুন সেই ভিডিওতবে অনেকেই প্রশ্ন তুলেছেন যে টরোন্টো চিড়িয়াখানার তরফে শুধুমাত্র পান্ডাদের পড়ে যাওয়ার বেশ কিছু মূহূর্ত জুড়ে প্রকাশ কেন করা হল? যদিও এর উত্তরে চিড়িয়াখানার কর্তৃপক্ষ কিছুই জানাননি। তবে গবেষকরা জানাচ্ছেন, বার বার পড়ে যাওয়া পান্ডাদের একটি সহজাত প্রবৃত্তি। এবং এই সব মিলিয়ে বেশ মিষ্টি দেখায় এই প্রাণীকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement