International news

আমরা যে যার মতো সুন্দর! ওদের মন ভাল করে দিলেন প্রিয়ঙ্কা

‘আমাদের থেকে একদম আলাদা... কোঁকড়ানো নয়, ভীষণ সুন্দর’, তাদের মধ্যে একজন বলে উঠল। ‘হুঁ, কিন্তু আমারটা বড্ড সোজা যে, তোমাদেরটাই ভাল,’ উত্তর দিলেন প্রিয়ঙ্কা চোপড়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ১৬:১০
Share:

জিম্বাবোয়েতে প্রিয়ঙ্কা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

‘আমাদের থেকে একদম আলাদা... কোঁকড়ানো নয়, ভীষণ সুন্দর’, তাদের মধ্যে একজন বলে উঠল।

Advertisement

‘হুঁ, কিন্তু আমারটা বড্ড সোজা যে, তোমাদেরটাই ভাল,’ উত্তর দিলেন প্রিয়ঙ্কা চোপড়া।

‘না, তা নয়’, চোখে-মুখে মন খারাপের ছাপ স্পষ্ট।

Advertisement

‘হ্যাঁ, অবশ্যই। তোমাদেরটাই সুন্দর’, জোর গলায় তাঁদের বোঝানোর চেষ্টা করলেন প্রিয়ঙ্কা।

শেষে জোর গলায় প্রিয়ঙ্কা বলে উঠলেন, ‘তোমাদেরটা কোঁকড়ানো, এটা আলাদা আর এটাই সুন্দর। তোমরা ভীষণ সুন্দর চুলের অধিকারী।’

দক্ষিণ আফ্রিকার কয়েক জন খুদের সঙ্গে প্রিয়ঙ্কার কথোপকথন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এমনই একটা ভিডিও পোস্ট করেছেন তিনি। যার মাধ্যমে আত্মসম্মান বজায় রাখা এবং নিজের অবমূল্যায়ন না করার পাঠ দেন প্রিয়ঙ্কা। মাত্র ৪২ সেকেন্ডের এই ভিডিও ইতিমধ্যেই পাঁচ লক্ষেরও বেশি মন জিতে নিয়েছে। ইনস্টাগ্রামে প্রায় ছ’লক্ষ এবং ফেসবুকে এখনও পর্যন্ত দেড় লক্ষের বেশি ইউজার লাইক করেছেন এই পোস্ট। আমেরিকা, ইউরোপের উন্নত দেশগুলিতেও যখন প্রায়ই বর্ণবিদ্বেষের শিকার হতে হচ্ছে মানুষকে, সেখানে প্রিয়ঙ্কার এই উদ্যোগ বহুল প্রশংসিত হয়েছে।

!! !! !! '

!! !! !! '

ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রিয়ঙ্কাকে ঘিরে রয়েছে অনেক খুদে। যারার প্রিয়ঙ্কা সোজা, লম্বা চুলের দিকে তাকিয়ে প্রায় মুগ্ধ হয়ে উঠেছিল। নিজেদের কোঁকড়ানো, ছোট চুলের জন্য মন ভার করছিল। আর তাদেরই প্রিয়ঙ্কা বোঝালেন, কারওটাই কম-বেশি নয়, প্রত্যেকেই আলাদা ভাবে সুন্দর। ওরা তাঁর থেকে হয়তো একটু আলাদা। কিন্তু ওরাও সুন্দর। ভিডিওটির ক্যাপশনও দেন, ‘‘আমরা সকলেই সুন্দর। কাউকে কখনও কম সুন্দর বলে তাঁকে ছোট করবেন না।’’

আরও পড়ুন: ৮৫ বছরে ফের এভারেস্টে উঠতে গিয়ে বেস ক্যাম্পে মারা গেলেন ইনি

প্রিয়ঙ্কা ইউনিসেফ-এর গুডউইল অ্যাম্বাসাডর। ইউনিসেফের সঙ্গেই সম্প্রতি তিনি জিম্বাবোয়ে-সহ দক্ষিণ আফ্রিকার বেশ কিছু জায়গায় গিয়েছিলেন। সেখানে শিশুদের উপরে নির্যাতন বন্ধ করতে কাজ করছে ইউনিসেফ। কয়েক জন শিশুর সঙ্গে কথা বলার ওই ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement