(বাঁ দিকে) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।
পাকিস্তান এবং আফগানিস্তানের সংঘর্ষ নিয়ে ফের মুখ খুললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, এই দ্বন্দ্বের সমাধান সহজ। তিনি সহজেই এই সংঘর্ষ থামাতে পারেন। তবে আপাতত এ দিকে তিনি নজর দিচ্ছেন না।
শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন ট্রাম্প। দীর্ঘ দিন ধরে যে দাবি তিনি করে আসছেন, তা বৈঠকের পর ফের উল্লেখ করেন। জানান, তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে মোট আটটি যুদ্ধ থামিয়েছেন। ভারত এবং পাকিস্তানের মধ্যেকার যুদ্ধও তিনি থামিয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এত যুদ্ধ থামানো সত্ত্বেও তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি, এতে ট্রাম্পের আক্ষেপ রয়েছে। এর পরেই আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সংঘর্ষের প্রসঙ্গ ওঠে। ট্রাম্প বলেন, ‘‘আমি জানি পাকিস্তান আক্রমণ করেছে। আফগানিস্তানের সঙ্গে একটা সংঘর্ষ চলছে। এটা যদি আমাকে সমাধান করতে হয়, আমার পক্ষে তা খুব সহজ হবে। তবে আপাতত আমেরিকা পরিচালনার ভার আমার উপর রয়েছে।’’
যুদ্ধ থামানোয় তিনি আগ্রহী বলেও জানান ট্রাম্প। বলেন, ‘‘যুদ্ধ থামাতে আমি ভালবাসি। কেন জানেন? কারণ, আমি মানুষের মৃত্যু আটকাতে ভালবাসি। লক্ষ লক্ষ প্রাণ আমি বাঁচিয়েছি।’’
গত এক সপ্তাহ ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ চলছে। তালিবানশাসিত আফগানিস্তানের বিরুদ্ধে সীমান্তে হামলার অভিযোগ তুলেছে ইসলামাবাদ। পাল্টা কাবুলের দাবি, পাক সেনাবাহিনী বিনা প্ররোচনায় তাদের মাটিতে হামলা চালিয়েছে। গত বুধবার দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি হয়েছিল। শুক্রবার তার মেয়াদ শেষের আগেই পাকিস্তান হামলা চালায় বলে অভিযোগ। পাকতিকা প্রদেশের উরগুন জেলায় পাক হামলায় তিন জন আফগান ক্রিকেটার-সহ আট জনের মৃত্যু হয়েছে। এই খবর পাওয়ার পরেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে নভেম্বরের ত্রিদেশীয় সিরিজ় থেকে নাম তুলে নিয়েছে। সাধারণ মানুষের উপর এমন হামলার নিন্দায় সরব বিভিন্ন মহল। তার মাঝে পাক-আফগান সংঘর্ষ নিয়ে মুখ খুললেন ট্রাম্পও। খুব শীঘ্র এই সংঘর্ষে তিনি হস্তক্ষেপ করছেন— এমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি তাঁর কথায়।