Nicolas Maduro-Donald Trump

‘এসে ধরো, অপেক্ষা করছি’! মাদুরোর ছোড়া চ্যালেঞ্জের জবাব ট্রাম্পের? হোয়াইট হাউসের প্রকাশ করা ভিডিয়ো নিয়ে উঠছে প্রশ্ন

গ্রেফতারির পর মাদুরোর পুরনো ওই ভিডিয়োর অংশ পোস্ট করাকে অনেকে ব্যঙ্গ হিসাবেই দেখছেন। রিপাবলিকানদের একাংশের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে ভুলই করেছিলেন মাদুরো।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ১৮:১৬
Share:

ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পুরনো ভিডিয়ো প্রকাশ করে তোপ হোয়াইট হাউসের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভেনেজ়ুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন নিউ ইয়র্কের ডিটেনশন ক্যাম্পে বন্দি। প্রাসাদে ঢুকে শোয়ার ঘর থেকে সস্ত্রীক মাদুরোকে তুলে নিয়ে যায় পেন্টাগনের ডেল্টা বাহিনী। এই নিয়ে গোটা বিশ্বে যখন শোরগোল চলছে তখন মাদুরোর একটি পুরনো ভিডিয়ো পোস্ট করল হোয়াইট হাউস! সেই ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমায় ধরতে এসো। মিরাফ্লোরেসে (ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্টের বাসভবন) অপেক্ষা করছি।’’

Advertisement

গ্রেফতারির পর মাদুরোর পুরনো ওই ভিডিয়োর অংশ পোস্ট করাকে অনেকে ব্যঙ্গ হিসাবেই দেখছেন। রিপাবলিকানদের একাংশের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘চ্যালেঞ্জ’ ছুড়ে ভুলই করেছিলেন মাদুরো। তাঁর ফল ভুগতে হল তাঁকে!

মার্কিন প্রশাসনের তরফে দাবি করা হয়েছে ভিডিয়োটি মাস ছয়েক আগের। সেই ভিডিয়োয় মাদুরো কোনও এক মঞ্চ থেকে বলছেন, ‘‘আমাকে ধরতে এসো। দেরি করো না, ভিতু। আমি অপেক্ষা করছি।’’ হোয়াইট হাউস ৬১ সেকেন্ডের যে ভিডিয়ো প্রকাশ করেছে, তাতে মাদুরোর বক্তৃতার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথের কিছু বক্তব্যও। সেখানে হেগসেথ বলছেন, মাদুরোর সুযোগ ছিল, কিন্তু তিনি তা নেননি! হোয়াইট হাউস দাবি করেছে, ট্রাম্প প্রশাসন সর্বদা আমেরিকানদের সকল প্রকার বিদেশি শক্তি এবং হুমকির থেকে রক্ষা করবে! হোয়াইট হাউস বোঝাতে চেয়েছে, মাদুরো সরাসরি ট্রাম্পকেই চ্যালেঞ্জ ছুড়েছিলেন।

Advertisement

বেশ কয়েক দিন ধরেই আমেরিকার সঙ্গে ভেনেজ়ুয়েলার চাপানউতর চলছে। গত কয়েক মাসে ভেনেজ়ুয়েলাকে ঘিরতে ক্যারিবিয়ান সাগরে বিপুল সংখ্যক যুদ্ধজাহাজ এবং পরমাণু-ডুবোজাহাজ নামিয়েছে ট্রাম্পের সরকার। সর্বক্ষণ দেশটিকে একপ্রকার ঘিরে রেখেছে মার্কিন ফৌজ। ভেনেজ়ুয়েলাকে প্রায়ই হুমকি-হুঁশিয়ারিও দিতে শোনা গিয়েছেন মার্কিন প্রেসিডেন্টকে। সে সময়ই ট্রাম্পকে পাল্টা ‘চ্যালেঞ্জ’ ছুড়েছিলেন কি মাদুরো? হোয়াইট হাউসের ওই ভিডিয়ো প্রকাশের পর এই প্রশ্নও উঠছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement