Sheikh Hasina

হাসিনা-কন্যাকে অনির্দিষ্টকাল ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছিল ইউনূস সরকার

‘হু’-এর ‘হেল্‌থ পলিসি ওয়াচ’ শীর্ষক রিপোর্টে বলা হয়েছে, সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস কর্মীদের ইমেল করে জানিয়েছেন, হাসিনা-কন্যা সায়মাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৫:৪৪
Share:

(বাঁ দিকে) শেখ হাসিনা এবং সায়মা ওয়াজ়েদ (ডান দিকে)। —ফাইল চিত্র।

দুর্নীতি, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহার-সহ একাধিক অভিযোগে দু’টি মামলা করেছিল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই ঘটনার চার মাস পরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজ়েদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ‘হু’-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান ছিলেন তিনি। তবে কেন হাসিনা-কন্যাকে ছুটিতে পাঠানো হল, আনুষ্ঠানিক ভাবে তা জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Advertisement

তবে ‘হু’-এর ‘হেল্‌থ পলিসি ওয়াচ’ শীর্ষক রিপোর্টে বলা হয়েছে, সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস কর্মীদের ইমেল করে জানিয়েছেন, সায়মাকে অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। ছুটির মেয়াদ শুরু হয়েছে শুক্রবার (১১ জুন) থেকেই। আপাতত হাসিনা-কন্যার স্থলাভিষিক্ত হচ্ছেন ‘হু’-এর সহকারী ডিরেক্টর জেনারেল ক্যাথরিনা বহেম। সায়মার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলার কারণেই তাঁর বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পদক্ষেপ করল কি না, তা অবশ্য স্পষ্ট নয়। তবে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, স্বচ্ছতার স্বার্থে ‘হু’-এর গরিমার কথা মাথায় রেখে সায়মাকে পদচ্যুত করা উচিত এবং তাঁর সমস্ত সুযোগসুবিধা কেড়ে নেওয়া উচিত।

‘হু’-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান হিসাবে নির্বাচিত হতে সায়মা ভুল তথ্য দাখিল করেছিলেন বলে অভিযোগ। সেই কারণে জালিয়াতির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়। তা ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটিতে সাম্মানিক পদ পাওয়ার বিষয়ে সায়মার দাবি খারিজ করে দেন কর্তৃপক্ষ। হাসিনা বিরোধীদের অভিযোগ, মায়ের প্রভাবেই ২০২৪ সালে হু-এর ওই পদে বসেছিলেন সায়মা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement