International

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই যুবকের ছবি, কেন?

এক জনের লুক নিয়ে সাড়া পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি ইন্দেনেশিয়ার চাঙ্গি এয়ারপোর্টের ২২ বছরের এক সিকিউরিটি অফিসার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ১৪:৫২
Share:

লি মিনউই

কিছু দিন ধরেই পাকিস্তানের চা-ওয়ালার আরশাদ খানের লুক নিয়ে মাতামাতি চলছে সোশ্যাল মিডিয়ায়। নীল চোখের ওই চা-ওয়ালা সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন তারকা। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। এর মধ্যেই আরও এক জনের লুক নিয়ে সাড়া পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি ইন্দেনেশিয়ার চাঙ্গি এয়ারপোর্টের ২২ বছরের এক সিকিউরিটি অফিসার। নাম লি মিনউই।

Advertisement

যে এজেন্সির হয়ে লি কাজ করেন সেই এজেন্সি টুইটার ও ফেসবুকে তাঁর একটি ছবি পোস্ট করে। ফেসবুকে লি-এর ছবি পোস্ট হতেই শুরু হয়ে যায় শেয়ারিং। কয়েক হাজারের বেশি মানুষ এই গুড লুকিং অফিসারের ছবি শেয়ার করেন ফেসবুকে। অনেকে আবার বলছেন “আমরা সিঙ্গাপুর গেলেই এই খুদে অফিসারের সঙ্গে দেখা করব।” তাঁকে ঘিরে এত মানুষের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত লি। কিন্তু এ ভাবে সোশ্যাল মিডিয়ায় এক জন পপুলার মুখ হয়ে উঠবেন তা কোনও দিন কল্পনা করেননি। কেরিয়ার সচেতন লি-এর বক্তব্য “আমি সিঙ্গল, এখন কোনও রিলেশনশিপে যেতে চাই না। নিজের কেরিয়ারে ফোকাস করতে চাই। সব কিছুই যদি স্বাভাবিক ভাবে ঘটে, আশা করি এ ভাবেই এক দিন আমার জীবনে সঠিক মহিলা আসবে।”

আরও পড়ুন: একটা মাত্র ফেসবুক পোস্ট, রাতারাতি মডেল বনে গেলেন নীল চোখের ‘চা-ওয়ালা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement