ওবামার মেল ফাঁস

তখনও প্রেসিডেন্ট হননি বারাক ওবামা। সেই সময়কার তাঁর কিছু ই-মেল ফাঁস করল উইকিলিক্স। ‘বিওবামা@অ্যামিরিটেক.নেট’ মেল আইডি ওবামা সে সময় ব্যবহার করতেন বলে জানিয়েছে উইকিলিকস।

Advertisement
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ০২:৫৯
Share:

তখনও প্রেসিডেন্ট হননি বারাক ওবামা। সেই সময়কার তাঁর কিছু ই-মেল ফাঁস করল উইকিলিক্স। ‘বিওবামা@অ্যামিরিটেক.নেট’ মেল আইডি ওবামা সে সময় ব্যবহার করতেন বলে জানিয়েছে উইকিলিকস। হিলারি ক্লিন্টনের প্রচার কমিটির চেয়ারম্যান জন পডেস্টার সঙ্গে ওবামার বেশ কিছু কথোপকথন প্রকাশ পেয়েছে মেলগুলিতে। সচিব এবং ক্যাবিনেট স্তরে কাদের নিয়োগ করা হবে সে নিয়েও আলোচনা হয়েছে। এমনকী জাতপাত এবং লিঙ্গের ভিত্তিতে সেই নাম নির্বাচন করা হয়েছিল বলেই জানিয়েছে উইকিলিকস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement