অ্যানাল সেক্স করে অন্তঃসত্ত্বা হলেন এক মহিলা!

অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। অ্যানাল সেক্স করেই অন্তঃসত্ত্বা হয়েছেন এক মহিলা! আমেরিকাতে সম্প্রতি এমন এক ঘটনা সামনে এসেছে। চিকিৎসকেরাও অবশ্য প্রথমে ওই মহিলার কথায় বিশ্বাস করতে পারছিলেন না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মে ২০১৬ ১৪:২২
Share:

অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। অ্যানাল সেক্স করেই অন্তঃসত্ত্বা হয়েছেন এক মহিলা! আমেরিকাতে সম্প্রতি এমন এক ঘটনা সামনে এসেছে।

Advertisement

চিকিৎসকেরাও অবশ্য প্রথমে ওই মহিলার কথায় বিশ্বাস করতে পারছিলেন না। পরে পরীক্ষা-নিরীক্ষার পর দেখেন যে মহিলার দাবি মোটেই উড়িয়ে দেওয়ার নয়। বরং চিকিৎসা বিজ্ঞানে তা ভীষণই উল্লেখযোগ্য।

চিকিৎসকেরা জানান, ওই মহিলা জন্মগতভাবেই ‘ক্লোআক্যাল ম্যালফরমেশন’ নামে বিরল রোগে আক্রান্ত। যা ২০ হাজারে একটা ঘটে থাকে।

Advertisement

এই রোগে আক্রান্তদের মলদ্বার, মূত্রনালী এবং জরায়ু আলাদা ভাবে উন্মুক্ত না হয়ে, একটি ছিদ্রেই মুক্ত হয়ে থাকে। তবে ছোটবেলায় ওই মহিলার চিকিৎসা হয়েছিল। সার্জারি করে চিকিৎসকেরা এই তিনটেকেই আলাদা করে দিয়েছিলেন। কিন্তু চিকিৎসাতেই কোথাও গাফিলতি থেকে গিয়েছিল। তারই খেসারত দিচ্ছেন তিনি। মূত্রনালীর পথটাকে আলাদা করা গেলেও মলদ্বার এবং জরায়ুর মধ্যে সংযোগ থেকে গিয়েছিল। অ্যানাল সেক্সের সময়ে যার ফলে ওই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

আরও পড়ুন: বিশ্বের কিছু বিচিত্র সেক্স রীতি...

ক্লোআক্যাল ম্যালফরমেশন কী?

• জন্মগত এই রোগটি বিরল। ২০ হাজারের মধ্যে এক জন এই রোগে আক্রান্ত হতে পারেন।

• প্রধাণত মেয়েরাই এই রোগে আক্রান্ত হয়ে থাকেন।

• ভ্রুণের বিকাশের সময় মলদ্বার, মূত্রনালী এবং জরায়ু কোনওভাবে একসঙ্গে যুক্ত থেকে গেলে এতে আক্রান্তের সম্ভাবনা থাকে।

• যাঁদের মধ্যে এই ম্যালফরমেশন রয়েছে তাঁদের মল-মূত্রে এবং যৌন সমস্যা থাকে।

• এর চিকিৎসা আছে। সার্জারি করে তিনটি নালীর পথ আলাদা করে দেওয়া হয়ে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন