নিজের বয়স ৪০। জন্ম দিয়েছিলেন ৬৮টি সন্তানের। কিন্তু আর দিল না শরীর। ৬৯তম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা গেলেন গাজার এই মহিলা।
রিপোর্ট অনুযায়ী, পরিবার পরিকল্পনা নিয়ে সচেতনতার অভাবই মাত্র ৪০ বছর বয়সে মৃত্যু ডেকে এনেছে তাঁর। জীবনে কোনও দিন কন্ট্রাসেপটিভ ব্যবহার করেননি তিনি। ১৬ বার যমজ, সাত বার ট্রিপলেটস (তিনটি সন্তান এক সঙ্গে) এবং চার বার কোয়াড্রপলেটস (চারটি সন্তান এক সঙ্গে) সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। মহিলার স্বামী তাঁর মৃত্যুর খবর দেন।
আরও পড়ুন: মৃত বা জীবন্ত বন্দিদের এই গহ্বরে ফেলে দিত আইএস! কত হিসেব নেই
ইতিহাস ও সমীক্ষা বলছে, তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে উর্বর মহিলা। তাঁর আগে ৬৯টি সন্তানের জন্ম দেওয়ার রেকর্ড ছিল ভাসিলায়েভা নামের এক রাশিয়ান মহিলার। মৃত্যুর আগে সেই রেকর্ড ছুঁয়ে গেলেন প্যালেস্তিনীয় এই মহিলা।