Viral

Viral Video: ১০০ কেজির লাল লেহঙ্গা পরে বিয়ের পিঁড়িতে, দেখুন কনের ভাইরাল ভিডিয়ো

লেহঙ্গার দৈর্ঘ্য এতটাই বেশি যে বর-কনের বসার জন্য যে মঞ্চ করা হয়েছে, তার পুরোটাই ঢেকে গিয়েছে এটি দিয়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২১ ১৭:৩৭
Share:

ছবি: টুইটার

১০০ কেজির লেহঙ্গা পরে বিয়ের পিঁড়িতে বসলেন কনে। আর সেই বিশাল পোশাকের ভিডিয়োই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। পাকিস্তানের ওই মহিলা কী করে এত বড় মাপের একটি লেহঙ্গা সামলেছেন বিয়ের বাসরে, তা ভেবেই অবাক হয়ে যাচ্ছেন নেটাগরিকরা। বিয়ের দিনটা স্মরণীয় করে রাখতে চান সকলেই। অনেক বিশেষ মুহূর্ত তৈরি হয় এই দিনটিতে। কিন্তু স্মরণীয় করে রাখতে ১০০ কেজির লেহঙ্গা? বিবাহ বাসরে আসা অতিথিরাও অবাক হয়ে গিয়েছেন কনের এই কাণ্ড দেখে।

Advertisement

বিয়ের মরসুমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজব সব বিবাহ আয়োজনের ভিডিয়ো ভাইরাল হচ্ছে প্রতিদিনই। কিন্তু পাকিস্তানের কনে যা করেছেন, তাতে অনেকেই লিখছেন, ‘এমন ঘটনা জীবনে দেখিনি।’ ঝলমলে লেহঙ্গায় ছড়িয়ে রয়েছে হাতের সেলাইয়ের কাজ। যেখানে বসেছেন কনে, তার থেকে বেশ কয়েকহাত দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে সেই লেহঙ্গা। কয়েকজন আবার ধরেও আছেন একটি দিক। যাতে পুরোটা সকলে দেখতে পান।

লেহঙ্গালেহঙ্গা র দৈর্ঘ্য এতটাই বেশি যে বর-কনের বসার জন্য যে মঞ্চ করা হয়েছে, তার পুরোটাই ঢেকে গিয়েছে এটি দিয়ে। যদিও বরের সাজে তেমন কোনও চমকে দেওয়ার মতো বিশেষত্ব নেই। তিনি সাধারণ শেরওয়ানি ও মেরুন রঙের পাগড়ি পরেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement