ভারতীয় বংশোদ্ভূত তরুণীর দেহ

শিকাগোর বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করেন সুরিল। থাকতেন শমবার্গ এলাকায়।

Advertisement

সংবাদ সংস্থা

শিকাগো শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২০ ০১:৪৮
Share:

প্রতীকী ছবি।

নিজেরই গাড়ির পিছন থেকে রহস্যজনক ভাবে উদ্ধার হল নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত এক তরুণীর দেহ। ঘটনা আমেরিকার ইলিনয়ের। গত ৩০ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন সুরিল ডাবাওয়ালা নামে ৩৪ বছরের ওই তরুণী। তাঁর বাবা জনপ্রিয় চিকিৎসক। গুজরাতে আদত বাড়ি হলেও বহু বছর ধরেই সুরিলের পরিবার আমেরিকায় রয়েছেন।

Advertisement

শিকাগোর বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করেন সুরিল। থাকতেন শমবার্গ এলাকায়। গত মাসের ৩০ তারিখ থেকে খোঁজ মিলছিল না সুরিলের। খোঁজ দিতে পারলে ১০ হাজার ডলার পুরস্কারের কথা ঘোষণাও করে পরিবার। কিন্তু প্রায় দু’সপ্তাহ নিখোঁজ ছিলেন তিনি।

গত সোমবার ওয়েস্ট গারফিল্ড পার্ক এলাকা থেকে একটি পরিত্যক্ত গাড়ি উদ্ধার করে পুলিশ। গাড়ির পিছনের অংশ থেকে প্লাস্টিকে মোড়া সুরিলের দেহ উদ্ধার হয়। কী ভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে ধন্দে পুলিশ। প্রতিবেশীরা জানিয়েছেন, ডাবাওয়ালা পরিবারের সঙ্গে এলাকার সকলের সদ্ভাব ছিল। তদন্তকারীরা জানাচ্ছেন, ফরেন্সিক বিশেষজ্ঞেরা গাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছেন। ময়না-তদন্তে গিয়েছে দেহ। তবে রহস্য ভেদ করতে এক মাস সময় লাগতে পারে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন