Glass Bridge

বন্ধ হয়ে গেল বিশ্বের দীর্ঘতম কাচের সেতু

উদ্বোধনের দু’সপ্তাহের মধ্যেই বন্ধ করে দেওয়া হল বিশ্বের দীর্ঘতম কাচের সেতু। গিনেজ বুকে নাম লিখে ফেলা চিনের হুনান প্রদেশের এই সেতুটিতে দিনে ৮ হাজার পর্যটক প্রবেশের অনুমতি থাকলেও তার থেকে বেশি লোকের ভিড় জমছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৬ ১৭:২৯
Share:

বিশ্বের সবচেয়ে লম্বা কাচের সেতু

উদ্বোধনের দু’সপ্তাহের মধ্যেই বন্ধ করে দেওয়া হল বিশ্বের দীর্ঘতম কাচের সেতু। গিনেজ বুকে নাম লিখে ফেলা চিনের হুনান প্রদেশের এই সেতুটিতে দিনে ৮ হাজার পর্যটক প্রবেশের অনুমতি থাকলেও তার থেকে বেশি লোকের ভিড় জমছিল। যদিও কর্তৃপক্ষের দাবি, সিস্টেম আপডেট করার জন্য সেতুটি সাময়িক ভাবে বন্ধ রাখা হচ্ছে। আগাম যারা বুক করে রেখেছিলেন, তাদের জন্য দুঃখপ্রকাশ করছেন কর্তৃপক্ষ।

Advertisement

দেখে নিন কাচের সেতুর কিছু ছবি- পর্যটকেরা প্রাণ হাতে হাঁটছেন কাচের এই রাস্তা দিয়ে!

সেতু বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বহু পর্যটক। হুনান প্রদেশে ঝাংজিয়াজি পার্কে দুই পাহাড়ে মধ্যে ঝুলছে ১৪০০ ফুট লম্বার কাচের সেতুটি। মাটি থেকে ৩০০ মিটার উঁচুতে এই সেতু থেকে অরণ্য-পাহাড় ঘেরা অসাধারণ প্যানোরামিক ভিউ দেখা যায়। ইউনেস্কো এই পার্কটিকে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement