Donald Trump on Jeffrey Epsteien File

ট্রাম্পের মামলা নিয়ে ভাবিত নন, বরং নিজেদের রিপোর্টেই আস্থা! এপস্টিন-কাণ্ডে জানিয়ে দিলেন মার্কিন দৈনিকের কর্ণধার

বৃহস্পতিবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যৌন অপরাধী এপস্টিনকে নগ্ন মহিলার ছবি এঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্প অবশ্য পুরো বিষয়টিকেই ‘ভুয়ো এবং মিথ্যা’ বলে দাবি করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৩:৪৯
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে তাঁর নাম জড়িয়ে প্রতিবেদন প্রকাশের জন্য মার্কিন সংবাদপত্র ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর বিরুদ্ধে ৮৬ হাজার কোটি টাকার মানহানির মামলা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিষয়ে ভাবিত নন সংবাদমাধ্যমটির পরিচালন কর্তৃপক্ষ। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর কর্ণধার ডো জোনস সংবাদ সংস্থা এএফপি-কে বলেন, “আমাদের রিপোর্টের সত্যতা নিয়ে পূর্ণ আস্থা রয়েছে।” ট্রাম্পের মামলার বিরুদ্ধে তাঁরা আইনি লড়াই লড়বেন বলেও জানান জোনস।

Advertisement

বৃহস্পতিবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যৌন অপরাধী এপস্টিনকে নগ্ন মহিলার ছবি এঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প। ২০০৩ সালে এপস্টিনের ৫০তম জন্মদিনে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। টাইপরাইটারের মাধ্যমে লেখা শুভেচ্ছাবার্তায় বলা হয়েছিল, “শুভ জন্মদিন। তোমার প্রতিটা দিন যেন ভিন্ন অথচ দুর্দান্ত ভাবে গোপন হয়ে ওঠে।” প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে এক নগ্ন মহিলার ছবি এঁকেছিলেন ট্রাম্প। নীচে কেবল ডোনাল্ড শব্দটি লিখে স্বাক্ষর করেছিলেন। এই প্রতিবেদন প্রকাশের আগে ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারেই বলেছিলেন, ‘‘আমি জীবনে কোনও দিন ছবি আঁকিনি। মেয়েদের ছবি তো আঁকিইনি। এগুলো আমার ভাষা বা শব্দ নয়।’’ তার পরে এই প্রতিবেদন প্রকাশিত হয়। ট্রাম্প যাকে ‘ভুয়ো এবং মিথ্যা’ বলে দাবি করেছেন।

মার্কিন সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত জোন্‌স এবং রুপার্ট মার্ডকের বিরুদ্ধে শুক্রবার মানহানির মামলা করেছেন ট্রাম্প। দাবি করেছেন এক হাজার কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা ৮৬ হাজার কোটি টাকার বেশি। ট্রাম্পের দাবি, ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে তাঁর নামে অপপ্রচার করা হয়েছে। তাতে মানহানির আইন লঙ্ঘিত হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement