চিনফিংয়ের ডেপুটি ওয়াং

প্রেসিডেন্ট শি চিনফিংয়ের হাতে দ্বিতীয় দফার দায়িত্ব তুলে দিল চিনের পার্লামেন্ট। শনিবার সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত কার্যকরের পাশাপাশি চিনফিংয়ের ডান হাত ওয়াং ছিশানকে উন্নীত করা হল ভাইস প্রেসিডেন্টের পদে। বাণিজ্য ক্ষেত্রে ‘মার্কিন খবরদারি’ মোকাবিলা করতেই ভাবা হয়েছে ওয়াংয়ের কথা।

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৮ ০২:৫১
Share:

প্রেসিডেন্ট শি চিনফিংয়ের হাতে দ্বিতীয় দফার দায়িত্ব তুলে দিল চিনের পার্লামেন্ট। শনিবার সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত কার্যকরের পাশাপাশি চিনফিংয়ের ডান হাত ওয়াং ছিশানকে উন্নীত করা হল ভাইস প্রেসিডেন্টের পদে। বাণিজ্য ক্ষেত্রে ‘মার্কিন খবরদারি’ মোকাবিলা করতেই ভাবা হয়েছে ওয়াংয়ের কথা।

Advertisement

কমিউনিস্ট পার্টি শাসিত দেশে শি-এর দ্বিতীয় দফার দায়িত্ব প্রত্যাশিতই ছিল। তবে আগ্রহ ছিল, দুর্নীতি দমনে শি-এর অন্যতম সঙ্গী ওয়াং ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পান কি না। শি এবং ওয়াং শনিবার শপথ নিয়েছেন। গত বছরের অক্টোবরে ৬৯ বছর বয়সি ওয়াং কমিউনিস্ট পার্টি-র কাউন্সিল থেকে সরে দাঁড়ান। কিন্তু পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সাত সদস্যের সঙ্গে তিনি এক টেবিলে আলোচনায় হাজির থেকেছেন। ওয়াং যে শি-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপদেষ্টা, ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আসার পরে তা আরও স্পষ্ট হল, দাবি এক রাজনৈতিক বিশেষজ্ঞের। গত পাঁচ বছরে শি কড়া হাতে দুর্নীতি দমন করতে দলের অন্তত ১৫ লক্ষ সদস্যকে শাস্তি দিয়েছেন। তাতে সঙ্গী ছিলেন ওয়াং-ও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন