আত্মঘাতী বিস্ফোরণে বন্ধ হওয়ার বারো দিন পর রবিবার আংশিক ভাবে খুলল ব্রাসেলসের জাভেন্তেম বিমানবন্দর। স্বাভাবিক চেকিং প্রক্রিয়ার সঙ্গে যোগ হয়েছে আরও কয়েক দফা তল্লাশি। এক কর্তা বলেন, ‘‘হামলার পর ফের ঘুরে দাঁড়িয়েছে বিমানবন্দর। এই বার্তাই দেওয়ার চেষ্টা করছি আমরা।’’