আইএস হামলা কাবুলে, নিহত ২

এ বছরের গোড়া থেকেই জঙ্গি হানায় বার বার ক্ষতবিক্ষত হয়েছে কাবুল, রক্তাক্ত হয়েছেন আফগান সাংবাদিকরা।

Advertisement

সংবাদ সংস্থা

কাবুল শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৭ ০৩:৩৬
Share:

ছবি: এএফপি।

পুলিশ সেজে কাবুলে পুশতুভাষী এক টিভি চ্যানেলের দফতরে মঙ্গলবার সকালে হামলা চালাল বন্দুকধারীরা। ঘটনায় নিহত অন্তত দুই, আহত অনেকে।

Advertisement

এ বছরের গোড়া থেকেই জঙ্গি হানায় বার বার ক্ষতবিক্ষত হয়েছে কাবুল, রক্তাক্ত হয়েছেন আফগান সাংবাদিকরা। তালিকায় নতুন যোগ হল সামশাদ টিভির ঘটনা। তবে, আফগান বিশেষ বাহিনী এসে জঙ্গি দমন করে সাংবাদিকদের উদ্ধার করার কয়েক মুহূর্ত পরেই ফের সম্প্রচার শুরু করে সামশাদ টিভি। সেখানেই খবর দেখানো হয় ‘‘হামলা শেষ। সব কর্মী নিরাপদ।’’ এ ভাবেই হামলার জবাব দিয়েছে চ্যানেলটি। ঘটনার দায় স্বীকার করেছে আইএস।

প্রায় তিন ঘণ্টা ধরে টিভি স্টেশন দখল করে রেখেছিল জঙ্গিরা। ছিল গ্রেনেড, আগ্নেয়াস্ত্র। প্রথমে দফতরের দরজায় নিজেকে উড়িয়ে দেয় এক জঙ্গি। আর এক জন ভেতরে গুলি করে এক কর্মীকে। ছাদে উঠে রক্ষীদের উপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। কয়েক জন কর্মী পালান, বাকিদের পণবন্দি করে জঙ্গিরা। খবর পেয়ে চ্যানেলের বাড়িটি ঘিরে ফেলে বিশেষ বাহিনী ও নিরাপত্তারক্ষীরা। শুরু হয় গুলি বিনিময়। কয়েক ঘণ্টা পর টিভি স্টেশনটি জঙ্গিমুক্ত করে বাহিনী। হতাহত কত জন বা ক’জন জঙ্গি ঢুকেছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে ওই সংস্থার এক কর্মী বলেছেন, তিন জঙ্গিকে তিনি ভেতরে ঢুকতে দেখেছেন। সরকারি মুখপাত্র নাজিব দানিশ বলেন, নিহত হন স্টেশনের দু’জন রক্ষী। হাসপাতালে ভর্তি সহকর্মীদের দেখতে গিয়ে চ্যানেলটির প্রধান আবিদ এহসাস বলেন, ‘‘এ ভাবে ওরা আমাদের চুপ করাতে পারবে না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন