টুকরো খবর

অনলাইন গেম ‘এক্সবক্স’-এর সুরক্ষার ফাঁক আবিষ্কার করে মাইক্রোসফ্ট দুনিয়ায় হই চই ফেলে দিয়েছে পাঁচ বছরের এক মার্কিন শিশু। সান দিয়েগোর বাসিন্দা ছোট্ট ক্রিস্টোফার তার বাবার কম্পিউটারে গেম খেলার চেষ্টা করছিল। ‘এক্সবক্স’ গেমের অ্যাকাউন্ট খোলার জন্য নির্দিষ্ট পাসওয়ার্ড দিতে হয়। ক্রিস্টোফার জানিয়েছে, সে সময় সে একাধিক বার ‘স্পেস’ বোতামটি টেপার পর ‘এন্টার’ টিপে দেয়। আর তাতেই খুলে যায় অ্যাকাউন্ট।

Advertisement
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৪ ০১:৪১
Share:

সুরক্ষায় ফাঁক

Advertisement

অনলাইন গেম ‘এক্সবক্স’-এর সুরক্ষার ফাঁক আবিষ্কার করে মাইক্রোসফ্ট দুনিয়ায় হই চই ফেলে দিয়েছে পাঁচ বছরের এক মার্কিন শিশু। সান দিয়েগোর বাসিন্দা ছোট্ট ক্রিস্টোফার তার বাবার কম্পিউটারে গেম খেলার চেষ্টা করছিল। ‘এক্সবক্স’ গেমের অ্যাকাউন্ট খোলার জন্য নির্দিষ্ট পাসওয়ার্ড দিতে হয়। ক্রিস্টোফার জানিয়েছে, সে সময় সে একাধিক বার ‘স্পেস’ বোতামটি টেপার পর ‘এন্টার’ টিপে দেয়। আর তাতেই খুলে যায় অ্যাকাউন্ট। সে খেলতে শুরু করার পর বিষয়টি চোখে পড়ে তার বাবার। কী করে অ্যাকাউন্ট খুলল সে বিষয়ে ক্রিস্টোফারকে জিজ্ঞেস করলে বিষয়টি সামনে আসে।

Advertisement

নতুন দ্বীপ

একটি আস্ত দ্বীপকে গিলে ফেলল অন্য একটি দ্বীপ! নাসা জানিয়েছে, জাপানের নিজিয়ামা দ্বীপে গত নভেম্বরে অগ্ন্যুৎপাত হয়েছিল। আর তাতেই যে লাভা নির্গত হয়, তা ছুঁয়ে ফেলে ৫০০ মিটার দূরের নিশিওশিমা দ্বীপকে। এর পর থেকেই উচ্চতা বাড়তে থাকে নতুন দ্বীপটির। বর্তমানে দ্বীপটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ ফুট উঁচু।

প্রয়াত মেরি

মারা গেলেন ‘গন উইথ দ্য উইন্ড’-খ্যাত হলিউড অভিনেত্রী মেরি অ্যান্ডারসন। তাঁর পরিবারের সূত্রে খবর, রবিবার লস অ্যাঞ্জেলেসের হাসপাতালে মৃত্যু হয়েছে মেরির। বয়স হয়েছিল ৯৬ বছর।


ছবির প্রচারে মিউনিখে অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement