টুকরো খবর

হঠাৎ কচি গলায় কান্নার শব্দে চমকে উঠেছিলেন মানুষগুলো। টানা ষোলো ঘণ্টা ধরে তাঁরা উদ্ধার কাজ চালাচ্ছিলেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তরের আলেপ্পো শহরে। টেনে বার করছিলেন একের পর এক রক্তাক্ত মৃতদেহ। এমন সময় শিশুকণ্ঠের কান্না! শব্দের উৎস সন্ধান করতে গিয়ে উদ্ধার করা গেল মাস দুয়েকের এক শিশুকন্যাকে। ঘটনাটির ভিডিও ক্লিপ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে ছড়িয়ে পড়তেই প্রকাশ্য আসে ঘটনাটি।

Advertisement
শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৪ ০০:৫৮
Share:

ষোলো ঘণ্টা ধ্বংসস্তূপে, উদ্ধার শিশু

Advertisement

সংবাদ সংস্থা • আলেপ্পো

হঠাৎ কচি গলায় কান্নার শব্দে চমকে উঠেছিলেন মানুষগুলো। টানা ষোলো ঘণ্টা ধরে তাঁরা উদ্ধার কাজ চালাচ্ছিলেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তরের আলেপ্পো শহরে। টেনে বার করছিলেন একের পর এক রক্তাক্ত মৃতদেহ। এমন সময় শিশুকণ্ঠের কান্না! শব্দের উৎস সন্ধান করতে গিয়ে উদ্ধার করা গেল মাস দুয়েকের এক শিশুকন্যাকে। ঘটনাটির ভিডিও ক্লিপ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে ছড়িয়ে পড়তেই প্রকাশ্য আসে ঘটনাটি। ভিডিওয় দেখা যায়, ইট-কাঠ-পাথর-বালির ধ্বংসস্তূপ আর ইতস্তত ছড়ানো কিছু মৃতদেহ। তারই তলা থেকে উঁকি মারছে ছোট্ট একটা মাথা। ধুলো আর রক্তে মাখা সেই মাথাটিকে সযত্নে হাতে করে তুলে নিলেন এক উদ্ধারকর্মী। যাতে তাকে বার করতে গিয়ে কোনও ভাবে আঘাত না লেগে যায়। খুব সাবধানে, আস্তে আস্তে বার করে আনলেন গোলাপি পোশাকে মোড়া ছোট্ট শরীরটা। ধ্বংসস্তূপ তখন মুখরিত সদ্য প্রাণ ফিরে পাওয়া শিশুগলার তীক্ষ্ন কান্নায়। আর আশপাশে সকলেই ধন্যবাদ জানাচ্ছেন ঈশ্বরকে। ‘অ্যালেপ্পো সিভিল ডিফেন্স’-এর তরফে প্রকাশিত ভিডিওটিতে উদ্ধারকর্মীরা জানিয়েছেন, শিশুটির মাকে আহত অবস্থায় আগেই উদ্ধার করা গিয়েছিল। তবে এত ক্ষণ পর যে শিশুটিকেও জীবিত উদ্ধার করা যাবে তা আশা করতে পারেননি উদ্ধারকর্মীদের কেউই।

Advertisement

ফিদেল কাস্ত্রোর কাছে পুতিন

সংবাদ সংস্থা • হাভানা

ছ’দিনের লাতিন আমেরিকা সফরের প্রথম দিনে হাভানায় ফিদেল কাস্ত্রোর সঙ্গে দেখা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার কিউবা দিয়ে তাঁর সফর শুরু হয়। কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে একটি অনুষ্ঠানেও যোগ দেন পুতিন। শিল্প, স্বাস্থ্য এবং বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত বেশ ক’টি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। কিউবায় একটি ‘ট্রান্সপোর্টেশন হাব’ তৈরির বিষয়ে দুই দেশের মধ্যে কথা হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement