বাস দুর্ঘটনায় উত্তর নেপালে ৩৩ জনের মৃত্যু হল। মৃতের তালিকায় রয়েছে এক শিশু এবং ১২ জন মহিলাও। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে তিব্বত সীমান্তের কাছে। ৭০ জনকে নিয়ে রোসুয়া জেলার দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই ওই বাসটি। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি ১৫০ মিটার নীচে পড়ে যায়। জখম ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।