বিলকে নিয়ে রসিকতা হিলারির

টানা আট বছর মার্কিন প্রেসিডেন্টের পদ সামলেছেন তিনি। এ বারের প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম প্রার্থী তাঁর স্ত্রী। কিন্তু স্ত্রী জিতলে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে সামলাতে হতে পারে হেঁশেলও। অন্তত তাঁর প্রেসিডেন্ট পদপ্রার্থী স্ত্রী তো তেমনটাই দাবি করলেন।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৬ ০৩:২৭
Share:

টানা আট বছর মার্কিন প্রেসিডেন্টের পদ সামলেছেন তিনি। এ বারের প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম প্রার্থী তাঁর স্ত্রী। কিন্তু স্ত্রী জিতলে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে সামলাতে হতে পারে হেঁশেলও। অন্তত তাঁর প্রেসিডেন্ট পদপ্রার্থী স্ত্রী তো তেমনটাই দাবি করলেন।

Advertisement

রবিবার আমেরিকার আইওয়ায় ডেমোক্র্যাটদের বিতর্ক সভায় যোগ দিয়েছিলেন হিলারি রডহ্যাম ক্লিন্টন। প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী হিলারিকে সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, ‘‘আপনি নির্বাচিত হলে আপনার স্বামীর ভূমিকাটা সে ক্ষেত্রে ঠিক কী হবে?’’ এক মুহূর্তও না ভেবে হিলারি বলে দেন, ‘‘আমার তো মনে হয় রান্নাঘর থেকেই ওর কাজটা শুরু হবে। দেখা যাক, ও কতটা ভাল কাজ সেখানে করতে পারে।’’

তবে মজা করে এই প্রশ্নের উত্তরটা দিলেও পরের মুহূর্তেই সিরিয়াস কথায় ফিরে এসেছেন প্রাক্তন মার্কিন বিদেশসচিব। জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় এলে সব চেয়ে যোগ্য পরামর্শদাতাকে বাড়িতে পেতে চলেছেন তিনিই। ১৯৯৩ থেকে ২০০১ পর্যন্ত প্রেসিডেন্টের অফিস সামলেছেন বিল। হিলারি বলেছেন, ‘‘নব্বইয়ের দশকে দেশের অর্থনীতি যে জায়গায় পৌঁছেছিল তা বিলের জন্যই সম্ভব হয়েছিল। আমি প্রতি পদে ওর পরামর্শ চাইব। প্রয়োজনে দেশের প্রতিটি কোণে যেতে হবে আমায়। কারণ বিলই বলত, আমেরিকায় কোনও সমস্যা হলে আমেরিকাতেই তার সমাধান বার হবে। ’’

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন