হ্যাক করে খতম, ভাইরাস ছড়িয়ে নয়া সন্ত্রাস-ছক

সোশ্যাল মিডিয়ায় একের পর এক মুণ্ডচ্ছেদের ভিডিও পোস্ট করার পর এ বার হ্যাকিং। ইসলামিক স্টেট অব সিরিয়া অ্যান্ড ইরাক (আইএসআইএস) জঙ্গি গোষ্ঠীর হাতে নয়া সাইবার-অস্ত্র। ভাইরাসে শান দেওয়া শুরু হয়েছে সবে। পরীক্ষামূলক কিছু ক্ষেত্রে প্রয়োগ হয়েছে বলেও অভিযোগ। প্রযুক্তিগত ভাবে এখনও তেমন অপ্রতিরোধ্য না হলেও, অদূর ভবিষ্যতেই তা ভয়াবহ আকার নেবে বলে আশঙ্কা প্রকাশ করল ‘সিটিজেন ল্যাব’ নামে ওয়েব দুনিয়ার এক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

Advertisement

সংবাদ সংস্থা

রাকা (সিরিয়া) শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৪ ০৩:০৭
Share:

সোশ্যাল মিডিয়ায় একের পর এক মুণ্ডচ্ছেদের ভিডিও পোস্ট করার পর এ বার হ্যাকিং। ইসলামিক স্টেট অব সিরিয়া অ্যান্ড ইরাক (আইএসআইএস) জঙ্গি গোষ্ঠীর হাতে নয়া সাইবার-অস্ত্র। ভাইরাসে শান দেওয়া শুরু হয়েছে সবে। পরীক্ষামূলক কিছু ক্ষেত্রে প্রয়োগ হয়েছে বলেও অভিযোগ। প্রযুক্তিগত ভাবে এখনও তেমন অপ্রতিরোধ্য না হলেও, অদূর ভবিষ্যতেই তা ভয়াবহ আকার নেবে বলে আশঙ্কা প্রকাশ করল ‘সিটিজেন ল্যাব’ নামে ওয়েব দুনিয়ার এক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। কম্পিউটার হ্যাক করেই শত্রু খুঁজতে চাইছে আইএস। ইরাক এবং সিরিয়ায় কোনও ভাবেই ক্ষমতা হাতছাড়া করতে রাজি নয় বলেই জঙ্গি গোষ্ঠীর এই মরিয়া প্রয়াস বলে মনে করা হচ্ছে।

Advertisement

কী ভাবে চলছে এই কম্পিউটার হ্যাকিং? সিটিজেন ল্যাব কর্তাদের দাবি, বিরোধীর ছদ্মবেশেই সন্ত্রাসের নয়া পথ খুঁজতে চাইছে এই জঙ্গি গোষ্ঠী। ‘রাকা ইজ বিয়িং স্লটার্ড সাইলেন্টলি’ (আরএসএস ‘নিঃশব্দে খতম হচ্ছে রাকা’ নামে সম্প্রতি একটি আইএস-বিরোধী সংগঠন তৈরি হয়েছে পূর্ব সিরিয়ায়। মানবাধিকার সংগঠনটির দাবি, এই আরএসএসের নামেই ভুয়ো মেল পাঠাচ্ছে আইএস। রাকা শহরটি জঙ্গি বাড়বাড়ন্তে কী ভাবে প্রতিদিন রক্তাক্ত হয়ে চলেছে, এত দিন ধরে সেই ছবিটাই বিশ্বকে দেখিয়ে এসেছে আরএসএস। অভিযোগ, ঘুরপথে এ বার সেই পথেই হাঁটছে আইএস। ভুল তথ্য, ছবি এবং ভুয়ো মানচিত্র প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে প্রাপকদের মধ্যে। সংগঠনটির দাবি, উৎসাহিত হয়ে সেই মেলের মধ্যে থাকা বিভিন্ন লিঙ্কে মাউস ক্লিক করলেই কেলেঙ্কারি। মুহূর্তে কম্পিউটারের দখল নেবে ক্ষতিকারক ভাইরাস। আর কম্পিউটার ব্যবহারকারী ঘুণাক্ষরেও জানতে পারবেন না, কী ভাবে তাঁর আইপি অ্যাড্রেস পৌঁছে গেল জঙ্গিদের হাতে। হ্যাকিং-এর কাজ শেষ, এ বার দরজায় টোকা দিয়ে শুধু ‘শত্রুকে’ খতম করার পালা।

সিরিয়ার মতো ইরাকেও ক্ষমতা বাড়িয়ে চলেছে আইএস। যদিও কুর্দ পেশমের্গা বাহিনী আজই দাবি করেছে, উত্তর ইরাকের সিনজার পার্বত্য এলাকা আপাতত আইএসের দখলমুক্ত। তবু আগাম বিপদের আশঙ্কায় ইরাকেও সতর্কতা জারি শুরু করেছে সিটিজেন ল্যাব। আশঙ্কা রয়েছে গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ নথি লোপাট হওয়ারও।

Advertisement

তাঁদের আশঙ্কা নিয়ে অবশ্য দ্বিমত রয়েছে। এই জাতীয় ভুয়ো মেলের নমুনা সম্প্রতি পাঠানো হয়েছিল টরন্টো ইউনিভার্সিটির কাছে। এই ধরনের ভাইরাস আইএস-ই ছড়াচ্ছে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন গবেষকরা। তবে এই ভাইরাস যে ৯০ শতাংশ ক্ষেত্রেই অ্যান্টি-ভাইরাসের নজরদারি এড়িয়ে যায়, তা স্বীকার করেছেন তাঁরাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন