Advertisement
Durga Puja 2022

কোন তারকা কোথায় গেলেন এই পুজোয়? দেখে নিন এক ঝলকে

এই বিরতিকে কাজে লাগিয়েই তাই টলিপাড়ার বাসিন্দারা পাড়ি জমান কেউ দেশে, কেউ বা বিদেশে।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১১:৫৪
Share: Save:
০১ ০৭
সারা বছর ব্যস্ত রুটিন, শ্যুটিংয়ের ফাঁকে নিজেদের জন্য সময় বার করাই দায়। এক চিলতে ছুটি পেলেই তাই মন তখন দূরে কোথাও যেতে আকুলি বিকুলি। পুজোর মরসুমে খানিক ফুরসত। এই বিরতিকে কাজে লাগিয়েই তাই টলিপাড়ার বাসিন্দারা পাড়ি জমান কেউ দেশে, কেউ বা বিদেশে। এ বার পুজোর ছুটিতে কোন তারকা ছুটি কাটাতে গেলেন কোথায়? দেখে নিন এই প্রতিবেদনে।

সারা বছর ব্যস্ত রুটিন, শ্যুটিংয়ের ফাঁকে নিজেদের জন্য সময় বার করাই দায়। এক চিলতে ছুটি পেলেই তাই মন তখন দূরে কোথাও যেতে আকুলি বিকুলি। পুজোর মরসুমে খানিক ফুরসত। এই বিরতিকে কাজে লাগিয়েই তাই টলিপাড়ার বাসিন্দারা পাড়ি জমান কেউ দেশে, কেউ বা বিদেশে। এ বার পুজোর ছুটিতে কোন তারকা ছুটি কাটাতে গেলেন কোথায়? দেখে নিন এই প্রতিবেদনে।

০২ ০৭
দেব ও রুক্মিণী-  টলিউডের সদাব্যস্ত অভিনেতা দেব। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘কাছের মানুষ’। বান্ধবী রুক্মিণীও নানা কাজে ব্যস্ত থাকেন বছরভর। তার মধ্যেই ছুটিতে দু'টিতে মিলে বেড়াতে গেলেন গ্রিসে। স্বপ্নশহর ঘুরে দেখা, মায়াবী পথঘাটের আনাচ-কানাচ খুঁজে দেখার মধ্যেই তাঁদের আনন্দময় ছুটি নজর কেড়েছে সবারই।

দেব ও রুক্মিণী- টলিউডের সদাব্যস্ত অভিনেতা দেব। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘কাছের মানুষ’। বান্ধবী রুক্মিণীও নানা কাজে ব্যস্ত থাকেন বছরভর। তার মধ্যেই ছুটিতে দু'টিতে মিলে বেড়াতে গেলেন গ্রিসে। স্বপ্নশহর ঘুরে দেখা, মায়াবী পথঘাটের আনাচ-কানাচ খুঁজে দেখার মধ্যেই তাঁদের আনন্দময় ছুটি নজর কেড়েছে সবারই।

০৩ ০৭
দেবচন্দ্রিমা সিংহরায় ও ঐন্দ্রিলা বসু-  দুই কন্যে ঘুরতে গেছেন লে-লাদাখ। তাঁদের একসঙ্গে আনন্দ করে ঘোরাঘুরির মুহূর্তগুলি ছড়িয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

দেবচন্দ্রিমা সিংহরায় ও ঐন্দ্রিলা বসু- দুই কন্যে ঘুরতে গেছেন লে-লাদাখ। তাঁদের একসঙ্গে আনন্দ করে ঘোরাঘুরির মুহূর্তগুলি ছড়িয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

০৪ ০৭
দিব্যজ্যোতি দত্ত-  ছোটপর্দার ব্যস্ত তারকা সপরিবারে বেড়াতে গিয়েছেন তাইল্যান্ডে। বাবা, মা, ও বোনের সঙ্গে পুজোর আনন্দ লুটেপুটে নিয়েছেন সবাই মিলে।

দিব্যজ্যোতি দত্ত- ছোটপর্দার ব্যস্ত তারকা সপরিবারে বেড়াতে গিয়েছেন তাইল্যান্ডে। বাবা, মা, ও বোনের সঙ্গে পুজোর আনন্দ লুটেপুটে নিয়েছেন সবাই মিলে।

০৫ ০৭
রুকমা রায়-  রুকমার অন্যতম পছন্দের বেড়ানোর গন্তব্য গোয়া। সময় পেলে ছুটিতে পাড়ি দেন সেখানেই। এ বারেও তার ব্যতিক্রম হয়নি।

রুকমা রায়- রুকমার অন্যতম পছন্দের বেড়ানোর গন্তব্য গোয়া। সময় পেলে ছুটিতে পাড়ি দেন সেখানেই। এ বারেও তার ব্যতিক্রম হয়নি।

০৬ ০৭
ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরা- ইতালিতে তাঁদের ছুটি কাটানোর নানা মুহূর্ত বারবার উঠে এসেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের নিউজফিডে। উজ্জ্বল ছবিগুলিতে ধরা দিয়েছে তাঁদের হাসি-আনন্দের রেশ। পুজোর ছুটির এই অনাবিল আমেজ মন ভরিয়েছে সবারই।

ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরা- ইতালিতে তাঁদের ছুটি কাটানোর নানা মুহূর্ত বারবার উঠে এসেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের নিউজফিডে। উজ্জ্বল ছবিগুলিতে ধরা দিয়েছে তাঁদের হাসি-আনন্দের রেশ। পুজোর ছুটির এই অনাবিল আমেজ মন ভরিয়েছে সবারই।

০৭ ০৭
সন্দীপ্তা সেন-  পুজোর সময়ে কিংবা সারা বছরে কখনও ফাঁক পেলেই সন্দীপ্তা চলে যান দেশ-বিদেশ ঘুরতে। সে কথা আগেই জানিয়েছিলেন আনন্দবাজার অনলাইনকে। কিন্তু এ বছর পুজোয় কোথায় যাচ্ছেন, তা ফাঁস করেননি। সোশ্যাল মিডিয়ার কল্যাণে সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে অস্ট্রিয়া ও জার্মানির পথঘাটে।

সন্দীপ্তা সেন- পুজোর সময়ে কিংবা সারা বছরে কখনও ফাঁক পেলেই সন্দীপ্তা চলে যান দেশ-বিদেশ ঘুরতে। সে কথা আগেই জানিয়েছিলেন আনন্দবাজার অনলাইনকে। কিন্তু এ বছর পুজোয় কোথায় যাচ্ছেন, তা ফাঁস করেননি। সোশ্যাল মিডিয়ার কল্যাণে সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে অস্ট্রিয়া ও জার্মানির পথঘাটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE