এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
‘মহালয়া’ শুভ না কি অশুভ, সেই সব দ্বন্দ্ব সরিয়ে রেখে কাকভোর থেকেই পুজোর মেজাজ উপভোগ শুরু করে দিয়েছেন বাংলার তারকারা। দেবীর আগমনে আর হাতে গোনা কয়েক দিনের অপেক্ষা। তার আগেই উৎসবের আমেজে জড়ালেন অপরাজিতা আঢ্য থেকে শুরু করে ঋতাভরী চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায়, শ্রীময়ী চট্টরাজ-সহ অন্যান্যরা।
০২১৬
পরনে লাল পাড় সাদা শাড়ি, নাকে বড় নথ, এলোকেশী অপরাজিতাকে দেবীর সঙ্গে তুলনা করলে খুব একটা ভুল হবে না।
০৩১৬
সাবেকি সাজেই নজর কাড়লেন শ্যামৌপ্তি মুদলি।
০৪১৬
পদ্ম হাতে দেবীর সাজে ধরা দিলেন শ্রীময়ী। পুজোর শুভেচ্ছা জানালেন অনুরাগীদের।