পুজোর আগে ফের শহরে অনুষ্ঠিত হয়ে গেল জমাটি গানের অনুষ্ঠান। তবে এটি একটু আলাদা ছিল বাকি অনুষ্ঠানের তুলনায়।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
পুজোর আগে ফের শহরে অনুষ্ঠিত হয়ে গেল জমাটি গানের অনুষ্ঠান। তবে এটি একটু আলাদা ছিল বাকি অনুষ্ঠানের তুলনায়। কারণ রবিবার, ৭ সেপ্টেম্বর যাঁরা পারফর্ম করলেন তাঁরা সকলেই নিজেদের লেখা গান গেয়েছেন।
০২১০
গাবু ওরফে গৌরব চট্টোপাধ্যায় এবং ‘গানপিওন’ আয়োজিত ‘৬০ চৌরঙ্গী রোড’ অনুষ্ঠানে এক সঙ্গে ৬টি ব্যান্ড পারফর্ম করেছে।
০৩১০
‘স্যমন্তক অ্যান্ড মেটস’, সুমন রুজ, ঋভুর সঙ্গে এ দিন পারফর্ম করেছেন ‘লটারি, দ্য লস প্রজেক্ট’, ‘বাংলার ঠেক’ এবং ‘একে চন্দ্র’। এর মধ্যে কেউ আধুনিক বাংলা, বা হিন্দি গান গেয়ে শুনিয়েছেন, তো কেউ জ্যাজ বা পপ। কেউ আবার শুনিয়েছেন র্যাপ।
০৪১০
‘৬০ চৌরঙ্গী রোড’-এ এ দিন গান শুনতে এসেছিলেন জনপ্রিয় শিল্পী অর্ক মুখোপাধ্যায়।
০৫১০
অভিনেত্রী কমলিকা বন্দ্যোপাধ্যায় লোকসঙ্গীত শিল্পী দীপান্বিতা আচার্য এদিন উপস্থিত ছিলেন।
০৬১০
শহরের বুকে কিছু দিন আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া ৬ ব্যান্ডের ঝড় ‘ব্যান্ড স্টর্ম’-এর পর এদিনও যে শহরের বুকে গানের নতুন ঝড় উঠেছিল সেটা বলাই যায়।
০৭১০
‘গানপিওন’-এর তরফে এ দিন আনন্দবাজার ডট কমকে জানানো হয় শ্রোতাদের থেকে তাঁরা ভালই সাড়া পেয়েছেন।
০৮১০
কেবল গান-বাজনা নয়, পছন্দের ব্যান্ডের টিশার্ট কেনা, জমাটি খানাপিনারও ব্যবস্থা ছিল এ দিন।
০৯১০
এই আয়োজনের বিষয়ে গাবু ওরফে গৌরব চট্টোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি যে ধরনের গান শুনতে পছন্দ করবেন এখন তিনি সেই ধরনের কনসার্ট আয়োজন করছেন।
১০১০
স্বরচিত গান মানুষের কাছে পৌঁছে দেওয়ার এখনও অন্যতম উপায় লাইভ অনুষ্ঠান। আর তেমনই একটি অনুষ্ঠানে এক সঙ্গে ৬টি ব্যান্ডকে শুনতে পারা শ্রোতাদের কাছেও বিরাট পাওনা। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)