৬। এ দিন বিশ্বকর্মাপুজো উপলক্ষে মনামী বিশেষ নীল রঙা ঘুড়ি উপহার দিলেন তাদের।
০৭১০
৭। সঙ্গে রকমারি চকোলেটস্।
০৮১০
৮। প্রিয় তারকাকে সামনে দেখে খুদে ভক্তদের উচ্ছ্বাসও যেন বাঁধভাঙা!
০৯১০
৯। কেউ হাত ধরল। কেউ এগিয়ে এল ছবি তুলতে। অভিনেত্রীও জড়িয়ে ধরে হাসি মুখে তাকালেন ক্যামেরার দিকে।
১০১০
১০। সদ্যই মুক্তি পেয়েছে মনামীর নতুন গানের ভিডিয়ো ‘কল্কি’। গানের প্রচারের ব্যস্ততার ফাঁকেই এ দিন যেন মিশে গেলেন শৈশবের সঙ্গে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ। )