Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Bhaiphota 2022

এ বছর কবে, কোন সময়ে দেবেন ভাইফোঁটা, দিনক্ষণ জেনে নিন বিশদে

কারও বাড়িতে কার্তিক মাসের শুক্লা প্রতিপদে ভাইফোঁটা হয়। কারও বাড়িতে আবার দ্বিতীয়ার দিনে এই উদযাপনের নিয়ম।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২২ ১৬:৫৭
Share: Save:
০১ ০৭
“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা…” কয়েকটা কথার বাঁধনে কী সহজেই না বেঁধে ফেলা যায়, ভাই বোনের আবদার আর স্নেহের সম্পর্ককে। আর তাই ভাইফোঁটার মুহূর্তগুলি চির আনন্দের হয়ে থাকে সবার কাছেই। সারা বছর মুখিয়ে থাকা তার জন্যই।

“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা…” কয়েকটা কথার বাঁধনে কী সহজেই না বেঁধে ফেলা যায়, ভাই বোনের আবদার আর স্নেহের সম্পর্ককে। আর তাই ভাইফোঁটার মুহূর্তগুলি চির আনন্দের হয়ে থাকে সবার কাছেই। সারা বছর মুখিয়ে থাকা তার জন্যই।

০২ ০৭
ভাইফোঁটা নিয়ে এক একটি পরিবারে এক এক রকমের নিয়ম। কারও বাড়িতে কার্তিক মাসের শুক্লা প্রতিপদে ভাইফোঁটা হয়। কারও বাড়িতে আবার দ্বিতীয়ার দিনে এই উদযাপনের নিয়ম। এই তিথিকে সে কারণেই ‘ভ্রাতৃ দ্বিতীয়া’ও বলা হয়ে থাকে।

ভাইফোঁটা নিয়ে এক একটি পরিবারে এক এক রকমের নিয়ম। কারও বাড়িতে কার্তিক মাসের শুক্লা প্রতিপদে ভাইফোঁটা হয়। কারও বাড়িতে আবার দ্বিতীয়ার দিনে এই উদযাপনের নিয়ম। এই তিথিকে সে কারণেই ‘ভ্রাতৃ দ্বিতীয়া’ও বলা হয়ে থাকে।

০৩ ০৭
ভাইফোঁটা মানেই শুধু হই হুল্লোড় করে খাওয়া দাওয়া তাই নয়, সঙ্গে থাকে সাড়ম্বরে পুজো করার আয়োজন। প্রতিপদ, যম দ্বিতীয়া বা ভ্রাতৃ দ্বিতীয়ার দিন উদযাপন করা হয় ভাইফোঁটা।

ভাইফোঁটা মানেই শুধু হই হুল্লোড় করে খাওয়া দাওয়া তাই নয়, সঙ্গে থাকে সাড়ম্বরে পুজো করার আয়োজন। প্রতিপদ, যম দ্বিতীয়া বা ভ্রাতৃ দ্বিতীয়ার দিন উদযাপন করা হয় ভাইফোঁটা।

০৪ ০৭
বোনেরা ভাইয়ের কপালে ঘি-চন্দন-কাজলের ফোঁটা এঁকে তাঁদের দীর্ঘায়ু ও সুখ, সাফল্য, সমৃদ্ধি কামনা করেন। এই বিশেষ রীতি পালনের জন্যও তিথি মাফিক আছে নির্দিষ্ট ক্ষণ।

বোনেরা ভাইয়ের কপালে ঘি-চন্দন-কাজলের ফোঁটা এঁকে তাঁদের দীর্ঘায়ু ও সুখ, সাফল্য, সমৃদ্ধি কামনা করেন। এই বিশেষ রীতি পালনের জন্যও তিথি মাফিক আছে নির্দিষ্ট ক্ষণ।

০৫ ০৭
এ বছর অক্টোবর মাসের ২৬ ও ২৭ তারিখ মিলিয়ে পড়েছে ভাইফোঁটার তিথি। যদিও এই বছর দীপাবলিতে সূর্যগ্রহণ থাকায় কত তারিখে ভাইফোঁটা পালিত হবে, তা নিয়ে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

এ বছর অক্টোবর মাসের ২৬ ও ২৭ তারিখ মিলিয়ে পড়েছে ভাইফোঁটার তিথি। যদিও এই বছর দীপাবলিতে সূর্যগ্রহণ থাকায় কত তারিখে ভাইফোঁটা পালিত হবে, তা নিয়ে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

০৬ ০৭
কার্তিক মাসের শুক্লা প্রতিপদের সময় এই বছর শুরু হয়েছে ২৫ অক্টোবর, বিকেল ৪টে ১৮ মিনিটে। প্রতিপদ শেষ হবে ২৬ অক্টোবর, দুপুর ২টো ৪২ মিনিটে।

কার্তিক মাসের শুক্লা প্রতিপদের সময় এই বছর শুরু হয়েছে ২৫ অক্টোবর, বিকেল ৪টে ১৮ মিনিটে। প্রতিপদ শেষ হবে ২৬ অক্টোবর, দুপুর ২টো ৪২ মিনিটে।

০৭ ০৭
দ্বিতীয়াতে ফোঁটা দেওয়ার সময় শুরু হবে ২৬শে অক্টোবর দুপুর ২টো ৪২ মিনিটে, আর শেষ হবে ২৭ শে অক্টোবর দুপুর ১২ টা ৪২ মিনিটে।

দ্বিতীয়াতে ফোঁটা দেওয়ার সময় শুরু হবে ২৬শে অক্টোবর দুপুর ২টো ৪২ মিনিটে, আর শেষ হবে ২৭ শে অক্টোবর দুপুর ১২ টা ৪২ মিনিটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE