Advertisement
Bhaiphota 2022

অঙ্কুশ থেকে স্বস্তিকা, ভাইফোঁটায় মাতলেন টলিউড তারকারা, ছবিতে দেখুন তাঁদের উদযাপন

ভাইফোটার হুল্লোড় বাদ থেকে যাবে কাজের চাপে? নৈব নৈব চ!

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ২১:৫৩
Share: Save:
০১ ১০
পর্দার তারকাদের সারা বছরই কেটে যায় ব্যস্ততার ছুটোছুটিতে! অনেকেই উৎসবের সময়েও ফুরসত পান না পরিবারের সঙ্গে কিছুটা অবসর কাটানোর।

পর্দার তারকাদের সারা বছরই কেটে যায় ব্যস্ততার ছুটোছুটিতে! অনেকেই উৎসবের সময়েও ফুরসত পান না পরিবারের সঙ্গে কিছুটা অবসর কাটানোর।

০২ ১০
ভাইফোঁটার হুল্লোড়ও বাদ থেকে যাবে কাজের চাপে? কদাপি নয়! দেখে নিন এক ঝলকে তারকাদের কার কেমন কাটল এ বছরের ফোঁটা উদযাপন।

ভাইফোঁটার হুল্লোড়ও বাদ থেকে যাবে কাজের চাপে? কদাপি নয়! দেখে নিন এক ঝলকে তারকাদের কার কেমন কাটল এ বছরের ফোঁটা উদযাপন।

০৩ ১০
স্মৃতির পাতা থেকে এই শুভক্ষণে উঠে এসেছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বোনের সঙ্গে তাঁর ছোটবেলার ভাইফোঁটার ক্যামেরাবন্দি হাসিমুখ!

স্মৃতির পাতা থেকে এই শুভক্ষণে উঠে এসেছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বোনের সঙ্গে তাঁর ছোটবেলার ভাইফোঁটার ক্যামেরাবন্দি হাসিমুখ!

০৪ ১০
ঘরোয়া আমেজের মধ্যে ভাইদের ফোঁটা দিয়েছেন গায়িকা অদিতি মুন্সিও।

ঘরোয়া আমেজের মধ্যে ভাইদের ফোঁটা দিয়েছেন গায়িকা অদিতি মুন্সিও।

০৫ ১০
অভিনেত্রী শ্রাবন্তীও পিছিয়ে নেই উদযাপনে। ভাইদের আদরে ঘিরে থেকে দিব্যি ভাইফোঁটা পালন করেছেন তিনি।

অভিনেত্রী শ্রাবন্তীও পিছিয়ে নেই উদযাপনে। ভাইদের আদরে ঘিরে থেকে দিব্যি ভাইফোঁটা পালন করেছেন তিনি।

০৬ ১০
সদাব্যস্ত অভিনেতা অঙ্কুশও কেতাদুরস্ত পাঞ্জাবি-পাজামায় মেতে উঠেছেন বোনের সঙ্গে হুল্লোড়ে।

সদাব্যস্ত অভিনেতা অঙ্কুশও কেতাদুরস্ত পাঞ্জাবি-পাজামায় মেতে উঠেছেন বোনের সঙ্গে হুল্লোড়ে।

০৭ ১০
স্নেহ, আদর, খুনসুটির মধ্যে ভাইয়ের সঙ্গে চুটিয়ে মজা করেছেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র।

স্নেহ, আদর, খুনসুটির মধ্যে ভাইয়ের সঙ্গে চুটিয়ে মজা করেছেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র।

০৮ ১০
তৃণা সাহাকে আনন্দোজ্জ্বল মেজাজে দেখা গিয়েছে নিজের ভাইকে ভাইফোঁটা দিতে!

তৃণা সাহাকে আনন্দোজ্জ্বল মেজাজে দেখা গিয়েছে নিজের ভাইকে ভাইফোঁটা দিতে!

০৯ ১০
 অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ও বাদ নেই আড়ম্বরে! ভাইফোঁটার এলাহি আনন্দ ছুঁয়ে গিয়েছে তাঁকেও!

অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ও বাদ নেই আড়ম্বরে! ভাইফোঁটার এলাহি আনন্দ ছুঁয়ে গিয়েছে তাঁকেও!

১০ ১০
জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত উৎসবের আমেজে তাল মিলিয়ে ভাইফোঁটা দিয়েছেন ডিজাইনার অভিষেক রায়কে! সঙ্গে ছিল জমাটি আয়োজন ও হাসি-মজার বোনাস!

জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত উৎসবের আমেজে তাল মিলিয়ে ভাইফোঁটা দিয়েছেন ডিজাইনার অভিষেক রায়কে! সঙ্গে ছিল জমাটি আয়োজন ও হাসি-মজার বোনাস!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE