বাড়িতে গাছপালা রয়েছে? কুর্তি আর জাঙ্ক জুয়েলারি পছন্দ? দেখুন তো প্রিয় নায়িকা বৈজয়ন্তীমালার সঙ্গে এ সাজ মেলে কি না।ভারী হার, লকেট, হাত ভর্তি চুড়ি। আর সঙ্গের ওড়নাটাই অন্যরকমভাবে জড়িয়ে নিতে পারেন। কুর্তির সঙ্গে পালাজো চলতে পারে, বেশ আরামপ্রদ। চলতে পারে ট্রাউজারও। এ ছাড়াও কুর্তির সঙ্গে এ ভাবে সেজে শাড়ির আঁচল ঘোরালেই রেট্রো লুকসে আপনিই পুজোর মুখ।
একেবারে ক্যাজুয়াল লুকস পছন্দ হলে শর্ট ফ্রক উইদ লং স্লিভস পরে দেখতে পারেন। এই ফ্রক হবে শার্ট কলারের। চুল থাকবে খোলা। ব্যস, নীতু সিং হওয়া আর কে আটকায়। তবে মনে রাখবেন, ফ্যাশনআপনার ব্যক্তিত্বের পরিচয়। আর দায়িত্বশীল নাগরিক হিসেবে ফ্যাশনের অঙ্গ করে নিন ত্রি-স্তরীয় মাস্ককে। সামাজিক দূরত্ববিধি, মাস্ক আর রেট্রো লুকস। পুজোয় আপনিই ডিভা।