Advertisement
০৫ ডিসেম্বর ২০২২
Durga Puja 2020

সুদীপা-আদির খুনসুটি, স্বস্তিকার মনখারাপ, জুটিতে রোম্যান্স ঐন্দ্রিলা-অঙ্কুশের, দেখুন দশমীর ঝলক

করোনা সতর্কতায় মাস্ক-স্যানিটাইজারের সুরক্ষা থেকে সামাজিক দূরত্ব, সব মেনেই দশমীর আমেজ মাখল টলিউড। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকল তার অজস্র মুহূর্ত।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২০ ১৫:০৯
Share: Save:
০১ ১৪
অচেনা পুজোর শেষের দিনে ফিরল চেনা ছবি। বিজয় দশমীতে দেবী বরণ থেকে সিঁদুরখেলা, শুভেচ্ছা বিনিময় থেকে মিষ্টিমুখ- সবই হল। এবং করোনা সতর্কতায় মাস্ক-স্যানিটাইজারের সুরক্ষা থেকে সামাজিক দূরত্ব, সব মেনেই দশমীর আমেজ মাখল টলিউড। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকল তার অজস্র মুহূর্ত।

অচেনা পুজোর শেষের দিনে ফিরল চেনা ছবি। বিজয় দশমীতে দেবী বরণ থেকে সিঁদুরখেলা, শুভেচ্ছা বিনিময় থেকে মিষ্টিমুখ- সবই হল। এবং করোনা সতর্কতায় মাস্ক-স্যানিটাইজারের সুরক্ষা থেকে সামাজিক দূরত্ব, সব মেনেই দশমীর আমেজ মাখল টলিউড। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকল তার অজস্র মুহূর্ত।

০২ ১৪
লাল পাড় সাদা শাড়ি, বড় লাল টিপের চিরন্তনী সাজে অপরূপা ঋতুপর্ণা সেনগুপ্ত। লাল বেনারসী ব্লাউজের সঙ্গে ম্যাচ করা মাস্কে তাল মেলাল করোনা-সময়।

লাল পাড় সাদা শাড়ি, বড় লাল টিপের চিরন্তনী সাজে অপরূপা ঋতুপর্ণা সেনগুপ্ত। লাল বেনারসী ব্লাউজের সঙ্গে ম্যাচ করা মাস্কে তাল মেলাল করোনা-সময়।

০৩ ১৪
সিঁদুর খেলায় সামিল হলেন টিম সোহম। মানে সপুত্র নায়ক সোহম চক্রবর্তী। ইনস্টাগ্রামে বাবা-ছেলের সঙ্গেই সকলকে বিজয়ার শুভেচ্ছা জানাতেও ভুললেন না মোটেই।

সিঁদুর খেলায় সামিল হলেন টিম সোহম। মানে সপুত্র নায়ক সোহম চক্রবর্তী। ইনস্টাগ্রামে বাবা-ছেলের সঙ্গেই সকলকে বিজয়ার শুভেচ্ছা জানাতেও ভুললেন না মোটেই।

০৪ ১৪
টলিপাড়ার গ্ল্যামকন্যে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছে এ বারের পুজোটা বড্ড বিষণ্ণতার। একে বাবা সন্তু মুখোপাধ্যায়কে হারানো, অন্য দিকে অতিমারীর এমন দুর্যোগ- সব মিলিয়ে এক সময়ে ভেবেছিলেন পুজোটা বুঝি হবেই না এ বছর। শেষমেশ নিজের মতোই কাটালেন শারদীয়ার দিনগুলো। আটপৌরে বঙ্গনারীর বেশেই বরণ করলেন মা-কে।

টলিপাড়ার গ্ল্যামকন্যে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছে এ বারের পুজোটা বড্ড বিষণ্ণতার। একে বাবা সন্তু মুখোপাধ্যায়কে হারানো, অন্য দিকে অতিমারীর এমন দুর্যোগ- সব মিলিয়ে এক সময়ে ভেবেছিলেন পুজোটা বুঝি হবেই না এ বছর। শেষমেশ নিজের মতোই কাটালেন শারদীয়ার দিনগুলো। আটপৌরে বঙ্গনারীর বেশেই বরণ করলেন মা-কে।

০৫ ১৪
জরিপাড় বুটি দেওয়া লাল শাড়ি আর সবুজ ব্লাউজে টেলিপর্দার চেনা মুখ তৃণা সাহা যেন পলকে পাশের বাড়ির মেয়ে। দুষ্টুমিষ্টি টেলি-নায়িকার মুখে লেগে থাকা লাজুক হাসি যেন একরাশ স্নিগ্ধতা ছড়িয়ে দিল ইনস্টাগ্রামে।

জরিপাড় বুটি দেওয়া লাল শাড়ি আর সবুজ ব্লাউজে টেলিপর্দার চেনা মুখ তৃণা সাহা যেন পলকে পাশের বাড়ির মেয়ে। দুষ্টুমিষ্টি টেলি-নায়িকার মুখে লেগে থাকা লাজুক হাসি যেন একরাশ স্নিগ্ধতা ছড়িয়ে দিল ইনস্টাগ্রামে।

০৬ ১৪
টেলিপর্দার আর এক জনপ্রিয় মুখ ঐন্দ্রিলা সেনের পুজো কেটেছে তারকা-বয়ফ্রেন্ড অঙ্কুশের সঙ্গেই। সিঁদুর খেলাতেও যে জুটিতেই দেখা মিলবে, তাতে আর সন্দেহ কী!

টেলিপর্দার আর এক জনপ্রিয় মুখ ঐন্দ্রিলা সেনের পুজো কেটেছে তারকা-বয়ফ্রেন্ড অঙ্কুশের সঙ্গেই। সিঁদুর খেলাতেও যে জুটিতেই দেখা মিলবে, তাতে আর সন্দেহ কী!

০৭ ১৪
চওড়া লাল পাড় গরদের শাড়িতে, বড় সিঁদুর-টিপে, সোনার গয়নার ঝলমলানিতে ব্যস্ত নায়িকা শ্রাবন্তী যেন স্বয়ং মা দুর্গা! মৃণ্ময়ী মায়ের সামনে চিন্ময়ী রূপে দেখা দিলেন ইনস্টাগ্রামের পেজে।

চওড়া লাল পাড় গরদের শাড়িতে, বড় সিঁদুর-টিপে, সোনার গয়নার ঝলমলানিতে ব্যস্ত নায়িকা শ্রাবন্তী যেন স্বয়ং মা দুর্গা! মৃণ্ময়ী মায়ের সামনে চিন্ময়ী রূপে দেখা দিলেন ইনস্টাগ্রামের পেজে।

০৮ ১৪
মায়ের কোলে চড়ে জমিয়ে সিঁদুর খেলল ছোট্ট আদিদেবও। রাজেন্দ্রাণী সাজে জনপ্রিয় টিভি সঞ্চালিকা, মা সুদীপা চট্টোপাধ্যায়ও আদরে-খুনসুটিতে মাতলেন খুদে পুত্রর সঙ্গে।

মায়ের কোলে চড়ে জমিয়ে সিঁদুর খেলল ছোট্ট আদিদেবও। রাজেন্দ্রাণী সাজে জনপ্রিয় টিভি সঞ্চালিকা, মা সুদীপা চট্টোপাধ্যায়ও আদরে-খুনসুটিতে মাতলেন খুদে পুত্রর সঙ্গে।

০৯ ১৪
করোনা-আবহে মাস্কের আড়াল রেখেই মা দুর্গার বরণ সারলেন আর এক টলিকন্যে ত্রিধা চৌধুরী। ইনস্টাগ্রামে ধরা রইল সেই মুহূর্তটুকু। আর সেই সঙ্গেই মনে করিয়ে গেলেন, ‘আসছে বছর আবার হবে!’

করোনা-আবহে মাস্কের আড়াল রেখেই মা দুর্গার বরণ সারলেন আর এক টলিকন্যে ত্রিধা চৌধুরী। ইনস্টাগ্রামে ধরা রইল সেই মুহূর্তটুকু। আর সেই সঙ্গেই মনে করিয়ে গেলেন, ‘আসছে বছর আবার হবে!’

১০ ১৪
ডিজাইনার শাড়ি-ব্লাউজ। গয়না নেই একটাও। শুধু কপালে-গালে লেগে থাকা সিঁদুরের টানেই অনন্যা হয়ে উঠলেন জনপ্রিয় নায়িকা সোহিনী সরকার। সোনার বরণ কন্যের চোখে, হাসিতে লেগে রইল দুষ্টুমির ঝিলিক।

ডিজাইনার শাড়ি-ব্লাউজ। গয়না নেই একটাও। শুধু কপালে-গালে লেগে থাকা সিঁদুরের টানেই অনন্যা হয়ে উঠলেন জনপ্রিয় নায়িকা সোহিনী সরকার। সোনার বরণ কন্যের চোখে, হাসিতে লেগে রইল দুষ্টুমির ঝিলিক।

১১ ১৪
আর এক ব্যস্ত টিভি সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস- মা দুর্গাই নিয়ে যাবেন সব দুঃখ-কষ্ট-দুশ্চিন্তা। লাল ঢাকাই, সোনার গয়নায় সেজে ইনস্টাগ্রামে বিজয়ার শুভেচ্ছাবার্তায় সেটাই জানিয়ে গেলেন তিনি।

আর এক ব্যস্ত টিভি সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস- মা দুর্গাই নিয়ে যাবেন সব দুঃখ-কষ্ট-দুশ্চিন্তা। লাল ঢাকাই, সোনার গয়নায় সেজে ইনস্টাগ্রামে বিজয়ার শুভেচ্ছাবার্তায় সেটাই জানিয়ে গেলেন তিনি।

১২ ১৪
সরু লাল পাড় সাদা শাড়ি, রুপোর গয়নায় দশমী কাটালেন টলিপাড়ার পরিচিত মুখ শ্রুতি দাস। নেটিজেনদের জানালেন বিজয়ার শুভেচ্ছা।

সরু লাল পাড় সাদা শাড়ি, রুপোর গয়নায় দশমী কাটালেন টলিপাড়ার পরিচিত মুখ শ্রুতি দাস। নেটিজেনদের জানালেন বিজয়ার শুভেচ্ছা।

১৩ ১৪
হবু বর রুদ্রজিতের সঙ্গে পুজো কাটল টেলিপর্দার চেনা মুখ প্রমিতা চক্রবর্তীর। জুটিতে মাতলেন সিঁদুরখেলায়। আদরে-সোহাগে মোড়া তেমনই এক মুহূর্ত ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।

হবু বর রুদ্রজিতের সঙ্গে পুজো কাটল টেলিপর্দার চেনা মুখ প্রমিতা চক্রবর্তীর। জুটিতে মাতলেন সিঁদুরখেলায়। আদরে-সোহাগে মোড়া তেমনই এক মুহূর্ত ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।

১৪ ১৪
টুকটুকে লাল শাড়িতে রাঙা হয়েই নেটিজেনদের কাছে ধরা দিলেন আর এক পরিচিত তারকা সায়ন্তনী গুহঠাকুরতা। দশমীর সবটুকু আমেজ মেখে নিলেন প্রাণভরে।

টুকটুকে লাল শাড়িতে রাঙা হয়েই নেটিজেনদের কাছে ধরা দিলেন আর এক পরিচিত তারকা সায়ন্তনী গুহঠাকুরতা। দশমীর সবটুকু আমেজ মেখে নিলেন প্রাণভরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
আরও গ্যালারি

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.