Anindita Bose: ‘সারা বছর যতই জামা কিনি, পুজোয় আমার নতুন শাড়ি চাই’, আবদার অনিন্দিতার
টলিউডের শৌখিনীদের মধ্যে উপরের দিকে জায়গা করে নেবেন তিনি। পুজোয় কী ভাবে সাজেন অনিন্দিতা?

পুজো যেখানেই কাটুক, নতুন শাড়ি চাই-ই চাই। সারা বছর টি-শার্ট ডেনিম পরেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ অনিন্দিতা। কিন্তু পুজোর সময়ে তাঁর মা-ই অনেকগুলি নতুন শাড়ি কিনে রাখেন তাঁর জন্য। এখন সারা বছর নানা রকম ছাড় চলে অনলাইন বিপণিগুলোয়। সেখান থেকে টুকটাক কেনাকেটা চলতেই থাকে সকলের। তার পর কি আর নতুন করে পুজো উপলক্ষে কেনা হয়? প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গে অনিন্দিতার উত্তর, ‘‘ওমা পুজোর সময়ে নতুন জামা না কিনলে হয়! এখনও মা আমার জন্য শাড়ি কিনে রাখেন। এবেলা-ওবেলা নতুন শাড়ি পরার মজাই আলাদা।’’

গল্প করতে করতেই চলল ছবি তোলার কাজ। কোন শাড়ির সঙ্গে কোন গয়না পরবেন, চুলের কায়দা কেমন হবে, চোখের সাজ কেমন হবে, সব দিকে খুঁটিয়ে নজর রাখছেন অনিন্দিতা। তিনি যে সাজপোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভয় পান না, তা তাঁর ইনস্টাগ্রাম খুললেই টের পাওয়া যায়। পশ্চিমি পোশাকে তিনি যতটা স্বচ্ছন্দ, ভারতীয় সাজেও ততটাই সাবলীল।

অনিন্দিতার ছিপছিপে চেহারা এবং মেদহীন কোমর অনেকের কাছে স্বপ্নের মতো। তবে তার পিছনে যথেষ্ট কসরত রয়েছে তাঁর। ছবি তোলার সময়ে বাকিরা টুকটাক খেলেও অভিনেত্রী কফি ছাড়া আর কিছুই খেলেন না। নিয়মিত শরীরচর্চা করা এবং খাওয়াদাওয়ার দিকে নজর রাখেন তিনি। ঘুম নিয়েও কড়া নিয়ম তাঁর। রোজ সাড়ে ৬টার মধ্যে উঠে পড়েন এবং রাতে যতটা পারেন তাড়াতাড়ি ঘুমোতে যান তিনি।

ছবি তোলার পালা শেষ হল তাড়াতাড়ি। কারণ পরের দিনই অনিন্দিতা ফের মুম্বই উড়ে যাচ্ছেন। এত বার কলকাতা-মুম্বই করতে অসুবিধা হচ্ছে না? কলকাতার বাড়ি-ঘর তিনি মিস্ করেন না। ‘‘আমি তো মুম্বইয়েরই মেয়ে। ওখানেই বড় হয়েছি। দু-দু’টো বাড়ি আছে আমাদের ওই শহরে। তাই আমার কাছে এটা বাড়ি ফেরাই বলতে পারেন,’’ উত্তর অভিনেত্রীর।
-
হৃতিক, প্রীতি, অভিষেক... বলিপাড়ার যে তারকাদের প্রথম ছবি মুক্তিই পায়নি
-
আফ্রিদিদের বিয়েতে চাঁদের হাট! বিয়ের ছবি ফাঁস হতেই রেগে গেলেন শাহিন, রইল ফোটো অ্যালবাম
-
জ্যাকলিন, আলিয়া, তারা... সিদ্ধার্থের সঙ্গে নাকি সম্পর্ক ছিল কর্ণ জোহরেরও!
-
হিন্দু সন্তানদের মুসলিম বাবা-মা, মন্দিরে পাঠাতেন নিয়মিত! যে কাহিনি সিনেমাকেও হার মানায়
-
বলিউডে বিয়ের সুবাস, সোমবারই বাঁধা পড়ছেন সিদ্ধার্থ-কিয়ারা? সাজছে থর মরুর বিলাসী হোটেল
-
শেয়ারদরে কারচুপির অভিযোগ মেটাতেই কি ‘বিগ ফোর’ সংস্থাকে দিয়ে অডিটের তোড়জোড়?
-
৫০ হাজার বছর পর পৃথিবীর কাছাকাছি, রাতের আকাশে সবুজের ছটামাখা ধূমকেতু
-
দৌড়চ্ছে অশ্বমেধের ঘোড়া, আট দিনেই ‘টাইগার জ়িন্দা হ্যায়’-এর সারা জীবনের আয় পেরোল ‘পাঠান’
-
কোথায় কমল, কোথায় বাড়ল? বুধবারের বাজেটে কী এল বাংলার হাতে?
-
প্রথম ছবি শাহরুখের সঙ্গে, ১৭ বছর পর ‘পাঠানে’ আবার একসঙ্গে বাদশা আর পুরনো বন্ধু
-
নতুন আয়কর কাঠামো পছন্দ করবেন, না পুরনো? বাজেটের পর হিসাব কষতে কালঘাম ছুটছে মধ্যবিত্তের
-
থামছেই না ‘পাঠান’! ছ’দিনে পার ৬০০ কোটি, সেরার সেরা হতে টপকাতে হবে ক’টি ভারতীয় ছবি?
-
দীপিকা একা নন! কাজল থেকে দিশা, প্রিয়ঙ্কা থেকে অনুষ্কা... মনোকিনিতে তাক লাগিয়েছেন যাঁরা
-
কখনও ‘জয় শ্রী রাম’ ধ্বনি, কখনও উরফির প্রশংসায় পঞ্চমুখ, টুইটারে এসে আবার বিতর্কে কঙ্গনা
-
আয়করে ছাড় থেকে ক্ষুদ্র সঞ্চয়ে বাড়তি সুবিধা! এই বছরের বাজেটে নজর থাকবে যে সব দিকে
-
শাহরুখ থেকে হৃতিক, ‘রং দে বসন্তী’তে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন যে নায়কেরা
-
পাঠানকে গুরু মানলেন অক্ষয় কুমারও, তাঁর দেখানো পথেই চলবেন অভিনেতা
-
রহস্যময় গুহার সামনে দাঁড়াতেই শরীরে তীব্র কাঁপুনি! খুঁজে পেতেই গায়েব গুহা, উধাও সন্ধানীও
-
পাখির মলে ভর্তি নগ্ন মডেল! ভ্যান ডাইকের আঁকা ছবি নিলামে বিক্রি হল বিপুল দামে
-
চার বছর বলিউডে থেকেও পরিচিতি দিল ‘পাঠান’, নিখাতের জন্য ‘ধুম ৩’-র শুটিং পিছিয়ে দেন আমির!