Advertisement
Tollywood

Mahalaya 2021: শারদপ্রাতে উমা হয়ে উঠলেন কোন কোন অভিনেত্রী?

উমার সাজেই আগমনীর সুর। মহালয়ায় জীবন্ত দুর্গা হয়ে উঠলেন পর্দার কন্যেরা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২১ ১৮:০৫
Share: Save:
০১ ১১
‘আশ্বিনের শারদপ্রাতে’ অবশেষে পিতৃপক্ষের অবসান। মহালয়ার পুণ্য লগ্নে ছোট ও বড় পর্দার অভিনেত্রীরা সেজে উঠলেন ঊমার সাজে। দুর্গার বেশে কারা? কেমনই বা হল তাঁদের সাজ?

‘আশ্বিনের শারদপ্রাতে’ অবশেষে পিতৃপক্ষের অবসান। মহালয়ার পুণ্য লগ্নে ছোট ও বড় পর্দার অভিনেত্রীরা সেজে উঠলেন ঊমার সাজে। দুর্গার বেশে কারা? কেমনই বা হল তাঁদের সাজ?

০২ ১১
রুপোর কোমরবন্ধ, কানে টানা দেওয়া রূপোর ঝুমকো দুল। শাঁখা-পলা পরা দুই হাতে ধরা পদ্মফুল। এলো চুলের মাঝ বরাবর চওড়া সিঁদুরের টান। সনাতনী লাল-পেড়ে সাদা শাড়িতে অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। ইনস্টাগ্রামের পাতায় ভিডিয়ো। সঙ্গে বার্তা, ‘শুভ মহালয়া। শুভ শক্তির হোক জয়, অসুরের হোক দমন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে দেবীপক্ষের অনেক শুভেচ্ছা।’

রুপোর কোমরবন্ধ, কানে টানা দেওয়া রূপোর ঝুমকো দুল। শাঁখা-পলা পরা দুই হাতে ধরা পদ্মফুল। এলো চুলের মাঝ বরাবর চওড়া সিঁদুরের টান। সনাতনী লাল-পেড়ে সাদা শাড়িতে অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। ইনস্টাগ্রামের পাতায় ভিডিয়ো। সঙ্গে বার্তা, ‘শুভ মহালয়া। শুভ শক্তির হোক জয়, অসুরের হোক দমন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে দেবীপক্ষের অনেক শুভেচ্ছা।’

০৩ ১১
অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এ বছর জি বাংলার মা দুর্গা। শাঁখ বাজানোর ভঙ্গীতে যেন ঘরের মেয়ে। আটপৌরে লাল পাড় সাদা শাড়ির ছবিতেই নজর কেড়েছেন নিমেষে।

অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এ বছর জি বাংলার মা দুর্গা। শাঁখ বাজানোর ভঙ্গীতে যেন ঘরের মেয়ে। আটপৌরে লাল পাড় সাদা শাড়ির ছবিতেই নজর কেড়েছেন নিমেষে।

০৪ ১১
ছোটপর্দার রানি রাসমণি এ বছর স্টার জলসার মা দুর্গা। তবে ইনস্টাগ্রামের পাতায় দিতিপ্রিয়া দিলেন একেবারে আটপৌরে সাজের ছবি। লাল বুটির সাদা তাঁতের শাড়ির সঙ্গে অক্সিডাইজড রুপোর গয়নার জমাটি যুগলন্দি। ছিমছাম সাজে একেবারে যেন ঘরের ঊমা।

ছোটপর্দার রানি রাসমণি এ বছর স্টার জলসার মা দুর্গা। তবে ইনস্টাগ্রামের পাতায় দিতিপ্রিয়া দিলেন একেবারে আটপৌরে সাজের ছবি। লাল বুটির সাদা তাঁতের শাড়ির সঙ্গে অক্সিডাইজড রুপোর গয়নার জমাটি যুগলন্দি। ছিমছাম সাজে একেবারে যেন ঘরের ঊমা।

০৫ ১১
হাতে আলতা, সোনার ভারী গয়নায় মোড়া শরীর। মিমির মতোই লাল-পাড় সাদা শাড়িতে অভিনেত্রী ঋতাভরীও। ইনস্টাগ্রামে চিরন্তনী সাজে ছবির সঙ্গেই চলতি অতিমারির দুর্যোগের কথাও। মহালয়ার শুভেচ্ছাবার্তায় ঋতাভরীর সব অশুভকে দূর করার প্রার্থনা।

হাতে আলতা, সোনার ভারী গয়নায় মোড়া শরীর। মিমির মতোই লাল-পাড় সাদা শাড়িতে অভিনেত্রী ঋতাভরীও। ইনস্টাগ্রামে চিরন্তনী সাজে ছবির সঙ্গেই চলতি অতিমারির দুর্যোগের কথাও। মহালয়ার শুভেচ্ছাবার্তায় ঋতাভরীর সব অশুভকে দূর করার প্রার্থনা।

০৬ ১১
সাদা নয়, ছোটপর্দার জনপ্রিয় মুখ সৌমিতৃষার বাছাই হলুদ শাড়ি, লাল ব্লাউজ। স্মিত হাসিতে মনকাড়া। শাঁখা-পলায় সেজে ওঠা হাতে ধরা প্রস্ফুটিত পদ্ম। এক়ঢাল ঘন কালো চুলে । অন্য সাজেই সৌমিতৃষা অনন্যা।

সাদা নয়, ছোটপর্দার জনপ্রিয় মুখ সৌমিতৃষার বাছাই হলুদ শাড়ি, লাল ব্লাউজ। স্মিত হাসিতে মনকাড়া। শাঁখা-পলায় সেজে ওঠা হাতে ধরা প্রস্ফুটিত পদ্ম। এক়ঢাল ঘন কালো চুলে । অন্য সাজেই সৌমিতৃষা অনন্যা।

০৭ ১১
সোনার অঙ্গে সোনার ছটায় ঝলমলে ঋতুপর্ণা সেনগুপ্ত। হাতে ধরা মঙ্গলঘট-সহ পুজোর উপচারে আগমনীর বার্তা। নিজের ইনস্টাগ্রামের পাতায় সেই ছবি দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘মহালয়া শুভ হোক...’

সোনার অঙ্গে সোনার ছটায় ঝলমলে ঋতুপর্ণা সেনগুপ্ত। হাতে ধরা মঙ্গলঘট-সহ পুজোর উপচারে আগমনীর বার্তা। নিজের ইনস্টাগ্রামের পাতায় সেই ছবি দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘মহালয়া শুভ হোক...’

০৮ ১১
গরদের লাল-পাড় সাদা শাড়িতে নজরকাড়া ইশা সাহা। সোনার গয়না, নাকে বড় নথ। হাতে ধরা মাটির সরাতে হলুদ গাঁদা, পদ্ম। সাক্ষাত্ দেবী যেন!

গরদের লাল-পাড় সাদা শাড়িতে নজরকাড়া ইশা সাহা। সোনার গয়না, নাকে বড় নথ। হাতে ধরা মাটির সরাতে হলুদ গাঁদা, পদ্ম। সাক্ষাত্ দেবী যেন!

০৯ ১১
গলায় রুদ্রাক্ষের মালা, কাঁধে পদ্ম ফুল। ত্রিশূল হাতে, মাটির মহিষাসুরের উপর শ্রুতি দাস যেন জীবন্ত মহিষাসুরমর্দিনী।

গলায় রুদ্রাক্ষের মালা, কাঁধে পদ্ম ফুল। ত্রিশূল হাতে, মাটির মহিষাসুরের উপর শ্রুতি দাস যেন জীবন্ত মহিষাসুরমর্দিনী।

১০ ১১
হাতকাটা লাল ব্লাউজ ও লাল পেড়ে সাদা শাড়িতেই একটি ভিডিয়োয় দেখা গেল অভিনেত্রী স্বস্তিকা দত্তকেও। হাতে পদ্ম, সিঁথিতে সিঁদুর— আটপৌরে সাজেই বাজিমাৎ স্বস্তিকার।

হাতকাটা লাল ব্লাউজ ও লাল পেড়ে সাদা শাড়িতেই একটি ভিডিয়োয় দেখা গেল অভিনেত্রী স্বস্তিকা দত্তকেও। হাতে পদ্ম, সিঁথিতে সিঁদুর— আটপৌরে সাজেই বাজিমাৎ স্বস্তিকার।

১১ ১১
ঊমার সাজে দেখা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। একটি ছবিতে হাতে পদ্ম, অন্যটিতে ত্রিশূল। ইনস্টাগ্রামের পাতায় ছবি দিয়েই শারদ শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।

ঊমার সাজে দেখা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। একটি ছবিতে হাতে পদ্ম, অন্যটিতে ত্রিশূল। ইনস্টাগ্রামের পাতায় ছবি দিয়েই শারদ শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE