Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Jagadhatri Puja2022

একই গ্রামে ২৬টি জগদ্ধাত্রীপুজো! হিন্দুদের সঙ্গে হাত মেলান মুসলিমরাও

মুর্শিদাবাদের সালারের কাছে কান্দি মহকুমায় অবস্থিত কাগ্রামের জগদ্ধাত্রীপুজোয় সর্বধর্ম সমন্বয়ে পালিত এক পুজো খুবই বিখ্যাত।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ০২:১৫
Share: Save:
০১ ০৭
বাঙালির বারো মাসে তেরো পার্বণ! আর উদযাপনের জৌলুসে বাংলার বুকে পালিত নানা উৎসবের জুড়ি মেলা ভার।  জগদ্ধাত্রী পুজোর উদযাপনে সবচেয়ে এগিয়ে চন্দননগর ও কৃষ্ণনগর।

বাঙালির বারো মাসে তেরো পার্বণ! আর উদযাপনের জৌলুসে বাংলার বুকে পালিত নানা উৎসবের জুড়ি মেলা ভার। জগদ্ধাত্রী পুজোর উদযাপনে সবচেয়ে এগিয়ে চন্দননগর ও কৃষ্ণনগর।

০২ ০৭
তবে মুর্শিদাবাদের সালারের কাছে কান্দি মহকুমায় অবস্থিত কাগ্রামের জগদ্ধাত্রীপুজোয় সর্বধর্ম সমন্বয়ে পালিত এক পুজো খুবই বিখ্যাত।

তবে মুর্শিদাবাদের সালারের কাছে কান্দি মহকুমায় অবস্থিত কাগ্রামের জগদ্ধাত্রীপুজোয় সর্বধর্ম সমন্বয়ে পালিত এক পুজো খুবই বিখ্যাত।

০৩ ০৭
একই গ্রামে হয় ২৬টি জগদ্ধাত্রী পুজো। অংশ নেন হিন্দু-মুসলিম সব ধর্মেরই মানুষ।  আশপাশের আরও প্রায় ৮-১০টি গ্রামের বাসিন্দারা কাগ্রামের জগদ্ধাত্রী পুজো ঘিরে মেতে ওঠেন আনন্দে।

একই গ্রামে হয় ২৬টি জগদ্ধাত্রী পুজো। অংশ নেন হিন্দু-মুসলিম সব ধর্মেরই মানুষ। আশপাশের আরও প্রায় ৮-১০টি গ্রামের বাসিন্দারা কাগ্রামের জগদ্ধাত্রী পুজো ঘিরে মেতে ওঠেন আনন্দে।

০৪ ০৭
কান্দি মহকুমার অন্যতম প্রাচীন জনপদ কাগ্রামের ৮০ শতাংশ মুসলিম। জগদ্ধাত্রী পুজোর আনন্দে সামিল হন তাঁরা সকলেই।

কান্দি মহকুমার অন্যতম প্রাচীন জনপদ কাগ্রামের ৮০ শতাংশ মুসলিম। জগদ্ধাত্রী পুজোর আনন্দে সামিল হন তাঁরা সকলেই।

০৫ ০৭
অসাধারণ সাজসজ্জার পাশাপাশি মেলাও বসে পুজো প্রাঙ্গণে। পুজোর সঙ্গে থাকে যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অসাধারণ সাজসজ্জার পাশাপাশি মেলাও বসে পুজো প্রাঙ্গণে। পুজোর সঙ্গে থাকে যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

০৬ ০৭
উৎসব উপলক্ষে এই মিলনমেলায় ফুটে ওঠে কাগ্রামের সম্প্রীতির চিত্র।  এখানে জগদ্ধাত্রী পুজো দুই দিনের।

উৎসব উপলক্ষে এই মিলনমেলায় ফুটে ওঠে কাগ্রামের সম্প্রীতির চিত্র। এখানে জগদ্ধাত্রী পুজো দুই দিনের।

০৭ ০৭
 কাগ্রামের এই ২৬টি পুজোর ১১টি বাড়ির পুজো। প্রাচীন এই পুজোর আগের জৌলুস কমে এলেও এখনও বজায় আছে কাগ্রামবাসীদের উৎসবের আমেজ।

কাগ্রামের এই ২৬টি পুজোর ১১টি বাড়ির পুজো। প্রাচীন এই পুজোর আগের জৌলুস কমে এলেও এখনও বজায় আছে কাগ্রামবাসীদের উৎসবের আমেজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE