Advertisement
laxmi puja

কোজাগরী পূর্ণিমায় 'শ্রী'রূপে শ্রীলেখা, এক্সক্লুসিভ আনন্দবাজার অনলাইনে

নামে তাঁর 'শ্রী', অথচ সমালোচনা তাঁর জীবন জুড়ে। পূর্ণিমার সকালে সাদা ও লাল বেনারসীতে মা লক্ষ্মীর সাজে মায়া ছড়ালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২২ ১৪:৪৩
Share: Save:
০১ ০৮
কপালে ঢেউ খেলানো কেশবিন্যাস। মাথার মুকুটে, গলার হারে প্রস্ফুটিত পদ্ম। চোখে মা লক্ষ্মীর শান্ত, কোমল ভাব। মুখে স্মিত হাসি। কোজাগরীর সকালে এ ভাবেই উদ্ভাসিত হলেন  শ্রীলেখা।

কপালে ঢেউ খেলানো কেশবিন্যাস। মাথার মুকুটে, গলার হারে প্রস্ফুটিত পদ্ম। চোখে মা লক্ষ্মীর শান্ত, কোমল ভাব। মুখে স্মিত হাসি। কোজাগরীর সকালে এ ভাবেই উদ্ভাসিত হলেন শ্রীলেখা।

০২ ০৮
শ্রীলেখা শুধু অভিনেত্রী নন, তিনি একজন সফল মা'ও। নিজের কন্যা ও সারমেয়দের নিয়ে বড় আড়ম্বরে মোড়া তাঁর মাতৃত্ব।

শ্রীলেখা শুধু অভিনেত্রী নন, তিনি একজন সফল মা'ও। নিজের কন্যা ও সারমেয়দের নিয়ে বড় আড়ম্বরে মোড়া তাঁর মাতৃত্ব।

০৩ ০৮
তিনি চঞ্চল, সোজা সাপটা ও আত্মবিশ্বাসী। তাঁর কাছের মানুষরা জানেন, অভিনেত্রী অন্তরে ও বাহিরে আলাদা নন এতটুকুও।

তিনি চঞ্চল, সোজা সাপটা ও আত্মবিশ্বাসী। তাঁর কাছের মানুষরা জানেন, অভিনেত্রী অন্তরে ও বাহিরে আলাদা নন এতটুকুও।

০৪ ০৮
শুধুই সমালোচনা! সে নিয়ে অবশ্য আক্ষেপ নেই কোনও তাঁর। একটা খোলা আকাশের মত মন না হলে তাঁকে চেনা বা বোঝা মুশকিল। তেমন মনের মানুষ কোথায়!

শুধুই সমালোচনা! সে নিয়ে অবশ্য আক্ষেপ নেই কোনও তাঁর। একটা খোলা আকাশের মত মন না হলে তাঁকে চেনা বা বোঝা মুশকিল। তেমন মনের মানুষ কোথায়!

০৫ ০৮
অভিনেত্রী আড়ম্বরহীন লক্ষ্মী বন্দনা করবেন আজ নিজের বাড়িতেই। নিজে হাতে পরমান্ন তৈরি করে নিবেদন করবেন মা লক্ষ্মী'কে।

অভিনেত্রী আড়ম্বরহীন লক্ষ্মী বন্দনা করবেন আজ নিজের বাড়িতেই। নিজে হাতে পরমান্ন তৈরি করে নিবেদন করবেন মা লক্ষ্মী'কে।

০৬ ০৮
তিনি নারীবাদী। ছোটবেলাতেও লক্ষ্মীর পাঁচালি পড়তেন অপছন্দের পংক্তিগুলি বাদ দিয়েই। পর পুরুষের সঙ্গে উচ্চস্বরে কথা বলা, স্বামীর ভোজন হলে তবেই অন্ন গ্রহণ করা —  লক্ষ্মীর পাঁচালিতে উল্লেখিত এই সব লাইনগুলি নিতান্তই অর্থহীন তাঁর কাছে। জানালেন অভিনেত্রী নিজেই।

তিনি নারীবাদী। ছোটবেলাতেও লক্ষ্মীর পাঁচালি পড়তেন অপছন্দের পংক্তিগুলি বাদ দিয়েই। পর পুরুষের সঙ্গে উচ্চস্বরে কথা বলা, স্বামীর ভোজন হলে তবেই অন্ন গ্রহণ করা — লক্ষ্মীর পাঁচালিতে উল্লেখিত এই সব লাইনগুলি নিতান্তই অর্থহীন তাঁর কাছে। জানালেন অভিনেত্রী নিজেই।

০৭ ০৮
মিথ্যাচার, দ্বিচারিতা পছন্দ করেন না অভিনেত্রী। তাই মঞ্চে উঠে তাক–দুমা–দুম করতে ভালবাসেন না একেবারেই!

মিথ্যাচার, দ্বিচারিতা পছন্দ করেন না অভিনেত্রী। তাই মঞ্চে উঠে তাক–দুমা–দুম করতে ভালবাসেন না একেবারেই!

০৮ ০৮
মা লক্ষ্মী যেন তাঁকে মাথা উঁচু করে জীবনে এগিয়ে চলার স্বচ্ছলতায় রাখেন, এটুকুই প্রার্থনা শ্রীলেখা'র।

মা লক্ষ্মী যেন তাঁকে মাথা উঁচু করে জীবনে এগিয়ে চলার স্বচ্ছলতায় রাখেন, এটুকুই প্রার্থনা শ্রীলেখা'র।

মডেল – অভিনেত্রী শ্রীলেখা মিত্র, ভাবনা ও নির্দেশনা – ত্রম্ব্যক রায়চৌধুরি, পোশাক ও নির্দেশনা – তমশ্রী রায়, সহকারী পোশাক শিল্পী– স্বরূপ বারিক, ছবি– শুভঙ্কর ঘোষ, রূপটান ও কেশসজ্জা– কুশল মণ্ডল, স্থান– লেক গার্ডেনস্

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE