Advertisement
Ganesh Puja in Kolkata

গণেশ পুজোর জৌলুসেও নজর কাড়ল শ্রীভূমি

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গণেশ পুজো। যার প্রাণপুরুষ হলেন মন্ত্রী সুজিত বসু। বিশাল আয়োজন। বিরাটাকার মূর্তি। প্রায় ১২০০ জনের ভোগের ব্যবস্থা এখানে।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৩
Share: Save:
০১ ১০
কলকাতার পুজো মানেই যেন আজকাল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। দুর্গা পুজো তো বটেই, তবে কম যায় না এঁদের গণেশ পুজো।

কলকাতার পুজো মানেই যেন আজকাল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। দুর্গা পুজো তো বটেই, তবে কম যায় না এঁদের গণেশ পুজো।

০২ ১০
দুর্গা পুজোর মতোই এই পুজোর প্রাণপুরুষ হলেন দমকল মন্ত্রী সুজিত বসু। তাঁর তত্বাবধানেই আজ এই গণেশ পুজো এত বড় করে হচ্ছে বলে জানিয়েছেন ক্লাবের সদস্যরা। তিনিই এই পুজোর সভাপতিও।

দুর্গা পুজোর মতোই এই পুজোর প্রাণপুরুষ হলেন দমকল মন্ত্রী সুজিত বসু। তাঁর তত্বাবধানেই আজ এই গণেশ পুজো এত বড় করে হচ্ছে বলে জানিয়েছেন ক্লাবের সদস্যরা। তিনিই এই পুজোর সভাপতিও।

০৩ ১০
ক্লাবের ভিতরেই আয়োজন করা হয় পুজোর। বিশাল গণেশ মূর্তিকে সাজানো হয়েছে ফুলের সাজে।

ক্লাবের ভিতরেই আয়োজন করা হয় পুজোর। বিশাল গণেশ মূর্তিকে সাজানো হয়েছে ফুলের সাজে।

০৪ ১০
সামনেও বড় বানানো হয়েছে ফুলের রঙ্গোলি। নানা রঙের ফুলে সেজে উঠেছে মন্ডপ।

সামনেও বড় বানানো হয়েছে ফুলের রঙ্গোলি। নানা রঙের ফুলে সেজে উঠেছে মন্ডপ।

০৫ ১০
গাঁদা ফুলের মালা থেকে জুঁই,  ডালিয়া রয়েছে সব কিছুই। রঙ্গোলির মধ্যে আবার বসানো রয়েছে তরোবারি হাতে একটি মূর্তি।

গাঁদা ফুলের মালা থেকে জুঁই, ডালিয়া রয়েছে সব কিছুই। রঙ্গোলির মধ্যে আবার বসানো রয়েছে তরোবারি হাতে একটি মূর্তি।

০৬ ১০
 তিনি কিন্তু আর কেউ নন, গণেশের বাহন ইঁদুর। পরনে তাঁর লাল রঙের চেক চেক স্কার্ট এবং সবুজ রঙের ফুল হাতা জামা।

তিনি কিন্তু আর কেউ নন, গণেশের বাহন ইঁদুর। পরনে তাঁর লাল রঙের চেক চেক স্কার্ট এবং সবুজ রঙের ফুল হাতা জামা।

০৭ ১০
সিদ্ধিদাতার পরণে রয়েছে নীল কাপড়। হাতে বড় মোদক। তিনি এখানে সিংহাসনে আসীন। আবার হাতলেও রয়েছে সিংহের মুখ।

সিদ্ধিদাতার পরণে রয়েছে নীল কাপড়। হাতে বড় মোদক। তিনি এখানে সিংহাসনে আসীন। আবার হাতলেও রয়েছে সিংহের মুখ।

০৮ ১০
আলপনার সাজে সেজে উঠেছে মূর্তির সামনের অংশও। আবার রঙ্গোলির মধ্যে বসানো রয়েছে লাড্ডু এবং মোদকের থালা।

আলপনার সাজে সেজে উঠেছে মূর্তির সামনের অংশও। আবার রঙ্গোলির মধ্যে বসানো রয়েছে লাড্ডু এবং মোদকের থালা।

০৯ ১০
 তরবারি হাতে যেন প্রভুর ভোগ পাহারা দিচ্ছেন তিনি।

তরবারি হাতে যেন প্রভুর ভোগ পাহারা দিচ্ছেন তিনি।

১০ ১০
সদস্যদের জানাচ্ছেন, গত তিন বছর ধরে এমন বড় করে পুজোর আয়োজন করা হচ্ছে। এখন গণেশ পুজোয় প্রায় ১২০০ জনের ভোগের ব্যবস্থা থাকে। এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

সদস্যদের জানাচ্ছেন, গত তিন বছর ধরে এমন বড় করে পুজোর আয়োজন করা হচ্ছে। এখন গণেশ পুজোয় প্রায় ১২০০ জনের ভোগের ব্যবস্থা থাকে। এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE