Best Food Spots Around Chandannagar for Jagadhatri Puja dgtl
Best Food Spots near Chandannagar
চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছেন? খিদে পেলে ঘুরে আসুন সেরা কিছু খাবারের ঠিকানায়
চন্দননগরের সেরা কিছু খাবারের ঠিকানা রইল এখানেই।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১১:২৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
জগদ্ধাত্রী পুজো মানে প্রথম গন্তব্যই যেন চন্দননগর। আলোকসজ্জা এবং প্রতিমার রূপ দেখতে দেখতে সময় কেটে যায় মুহূর্তেই। তবে শুধু ঠাকুর দেখা নয়, সঙ্গে পেটপুজোও তো জরুরি।
০২১২
খিদে পেলে অন্য কোথাও যাওয়ার দরকার নেই। চন্দননগরের সেরা কিছু খাবারের ঠিকানা রইল এখানেই।
০৩১২
প্রথমেই আসে ‘সূর্য কুমার মোদক’-এর কথা। এর ঐতিহ্যবাহী জলভরা সন্দেশ না চেখে দেখলে আর কী বা করলেন? পাশাপাশি এর ক্ষীরপুলি এবং বেকড্ রস মাধুরীও অনবদ্য।
০৪১২
গঙ্গাবক্ষে ভাসমান এই রেস্তরাঁয় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতেই জমে উঠুক ভোজনবিলাস।
০৫১২
আদ্যোপান্ত বাঙালি খাবারে কবজি ডোবাতে চাইলে চলে যান ‘ভূতের রাজা দিল বর’-এর ঠিকানায়। দু’জনের জন্য কমপক্ষে ১০০০ টাকার হিসেব ধরেই চলুন।
০৬১২
এ ছাড়াও রয়েছে ‘আমার বাংলা’। নীলকান্ত সরকার স্ট্রিটের এই রেস্তরাঁয় পাওয়া যাবে পকেটসই অথচ মনের মতো খাবার।
০৭১২
বাঙালি খাবারের পাশাপাশি চাইনিজ়, সি-ফুডের স্বাদ নিতে চাইলে ‘মিত্র ক্যাফে’ও হতে পারে সেরা ঠিকানা।
০৮১২
এ ছাড়াও আছে ‘বং কানেকশন’। বাঙালি, চাইনিজ়, কন্টিনেন্টালের অতুলনীয় স্বাদ পাবেন এখানেও।
০৯১২
চটজলদি পেট ভরানোর সেরা ঠিকানা হল চন্দননগরের এই ‘ক্যাফে ডেস্টিনেশন’।
১০১২
বিরিয়ানি, হান্ডি চিকেন থেকে শুরু করে ক্রিস্পি চিকেন, এগ চিকেন, সঙ্গে মোহিতোর অতুলনীয় স্বাদ পেতে চলে যান ‘বাঁশের কেল্লা’য়।
১১১২
বিরিয়ানি প্রেমীদের ‘রয়াল বিরিয়ানি’ হতাশ করবে না কখনওই।
১২১২
বাঙালি ভোজের বাইরে একটু ভিন্ন স্বাদ পেতে হলে অপশনে থাকুক ‘রেড চিলি’ রেস্তরাঁও। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।