একাধিক পুজো মণ্ডপ সর্বসাধারণের জন্য খুলে গিয়েছে, অনেকেই ভিড় এড়িয়ে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতেও শুরু করে দিয়েছেন। অন্যান্য সময়ের মতো দুর্গাপুজোতেও দ্রুত উত্তর থেকে দক্ষিণ যাওয়ার জন্য মেট্রো ছাড়া আর কী-ই বা হতে পারে। কিন্তু সে ক্ষেত্রে ঠাকুর দেখায় বাধা হয়ে দাঁড়ায় সময়। মেট্রো তো নির্দিষ্ট সময় পর্যন্তই চলে। অনেকে যে আবার রাত জেগে ঠাকুর দেখেন, তাঁদের কী হবে? সেই কথা ভেবেই নতুন সময়সূচি ঘোষণা করল কলকাতা মেট্রো।