Advertisement
Durga Puja 2022

বাতাসে মায়ের আগমনী! কুমোরটুলি থেকে শহরতলি ব্যস্ত আনন্দ আয়োজনে

শহর জুড়ে এখন শুধু সাজ সাজ রব, উমার অপেক্ষায়।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৮:১৭
Share: Save:
০১ ০৯
সাদা মেঘে ঢাকা শরতের আকাশ শুনিয়েছে মায়ের আগমনী। মহালয়ার পুণ্য লগ্নে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ বাঙালি মনে জাগিয়েছে মায়ের পদধ্বনি। শহর জুড়ে এখন শুধু সাজ সাজ রব, উমার অপেক্ষায়।

সাদা মেঘে ঢাকা শরতের আকাশ শুনিয়েছে মায়ের আগমনী। মহালয়ার পুণ্য লগ্নে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ বাঙালি মনে জাগিয়েছে মায়ের পদধ্বনি। শহর জুড়ে এখন শুধু সাজ সাজ রব, উমার অপেক্ষায়।

০২ ০৯
এ বছর ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে বাঙালির প্রিয় উৎসব। আনন্দ আয়োজনে তাই বাড়তি উদ্যম, উত্তেজনা। কাজও চলছে জোর কদমে। কুমোরটুলিতে শেষ মুহূর্তের তাড়াহুড়োয় চলছে চক্ষুদান। আর মন জুড়ে আগমনী।

এ বছর ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে বাঙালির প্রিয় উৎসব। আনন্দ আয়োজনে তাই বাড়তি উদ্যম, উত্তেজনা। কাজও চলছে জোর কদমে। কুমোরটুলিতে শেষ মুহূর্তের তাড়াহুড়োয় চলছে চক্ষুদান। আর মন জুড়ে আগমনী।

০৩ ০৯
মা এলে হাসি ফোটে সকলের মুখে। নতুন জামার গন্ধে মেশে প্রাণ ভরা আনন্দের রেশ।   কোন সে দূরে, একলা ঘরে নিখুঁত তুলির টানে সেজে ওঠে মায়ের ত্রিনয়ন। যেন প্রদীপের আলোয় আলোকিত হয় চার পাশ।

মা এলে হাসি ফোটে সকলের মুখে। নতুন জামার গন্ধে মেশে প্রাণ ভরা আনন্দের রেশ। কোন সে দূরে, একলা ঘরে নিখুঁত তুলির টানে সেজে ওঠে মায়ের ত্রিনয়ন। যেন প্রদীপের আলোয় আলোকিত হয় চার পাশ।

০৪ ০৯
এই উৎসব ঘিরেই কত শত মানুষের বাঁচার লড়াই আর স্বপ্ন দেখার প্রহর।   মায়ের আগমনে থিমের লড়াইয়ে পাড়ায় পাড়ায় প্রস্তুতি। উদ্দীপনাও তুঙ্গে।

এই উৎসব ঘিরেই কত শত মানুষের বাঁচার লড়াই আর স্বপ্ন দেখার প্রহর। মায়ের আগমনে থিমের লড়াইয়ে পাড়ায় পাড়ায় প্রস্তুতি। উদ্দীপনাও তুঙ্গে।

০৫ ০৯
কোথাও কোথাও মন ছুঁয়ে যায় মায়ের সাজের সাবেকিয়ানা।

কোথাও কোথাও মন ছুঁয়ে যায় মায়ের সাজের সাবেকিয়ানা।

০৬ ০৯
মহালয়ার পুণ্য লগ্নে প্যান্ডেলে প্যান্ডেলে রাত জাগে চোখ। তিনি যে এসেছেন, এখন তাঁকে বরণের পালা।

মহালয়ার পুণ্য লগ্নে প্যান্ডেলে প্যান্ডেলে রাত জাগে চোখ। তিনি যে এসেছেন, এখন তাঁকে বরণের পালা।

০৭ ০৯
কাঁধে চড়ে আসছেন অভয়াশক্তি।

কাঁধে চড়ে আসছেন অভয়াশক্তি।

০৮ ০৯
রাত জাগছে কুমোরটুলি।

রাত জাগছে কুমোরটুলি।

০৯ ০৯
আর তো মাত্র কয়েক দিন। তার পরেই বোধন! ছবি সৌজন্যে: স্বর্ণেন্দু সরকার

আর তো মাত্র কয়েক দিন। তার পরেই বোধন! ছবি সৌজন্যে: স্বর্ণেন্দু সরকার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
আরও গ্যালারি

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.