দুর্গাপুজো শুধু যে দেবীর আরাধনা, তা তো নয়। বরং বাঙালির আবেগ, উৎসব আর ঐতিহ্যের মেলবন্ধন। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তাই কলকাতা সেজে ওঠে আলোর বাহার, হরেক রকম থিম আর প্রতিমায়। আর তার মাঝেই এ শহরের ইতিহাসের মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকে বনেদি বাড়িগুলোর। যাদের সাবেক পুজো, ঐতিহ্য আর পারিবারিক আয়োজনে নতুন করে জীবন্ত হয়ে ওঠে ফেলে আসা দিনের দুর্গোৎসবের আমেজ। এ বার শারদীয়ায় দেখে আসতেই পারেন এমন কয়েকটি উদযাপন। তার আগে জেনে নেওয়া যাক ১০টি নামকরা বনেদি বাড়ির দুর্গাপুজোর গল্প।