Goddess Kali conveying the message of peace in Khirpai Boro Maa temple dgtl
Khirpai Boro Maa
পশ্চিম মেদিনীপুরে ক্ষীরপাইয়ের 'বড় মা কালী', এখানে ভক্তরাই পুরোহিত!
সংশ্লিষ্ট প্রাঙ্গণে রয়েছে মোট দু'টি মন্দির। একটি বড় মা-র। অন্যটি কার?
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৩:৩০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই গ্রাম এই বিখ্যাত মন্দিরের ঠিকানা। দেবী কালিকা এখানে 'বড় মা' নামে পরিচিত।
০২১০
এই মন্দিরটি একটি বিশেষ কারণে আলাদা। আর পাঁচটা মন্দিরের মতো এখানে কোনও স্থায়ী পুরোহিত নেই।
০৩১০
প্রতি দিন সাধারণ ভক্তরাই পুজোর কাজ করেন। তাঁরাই স্বেচ্ছায় দেবীর সেবা করেন।
০৪১০
এখানে প্রতিমা বিশাল আকারের। 'বড় মা'-র উচ্চতা প্রায় ৪৫ ফুট।
০৫১০
কালী প্রতিমার চার হাতের মধ্যে উপরের একটি হাতে রয়েছে পৃথিবীর প্রতিকৃতি। এটি এই মূর্তির অন্যতম বৈশিষ্ট্য।
০৬১০
দেবীর নীচের একটি হাতে ধরা আছে একটি সাদা পায়রা। মনে করা হয়, এই হাত শান্তির বার্তা দেয়।
০৭১০
মন্দিরের কাঠামোটি খুবই সাধারণ। ইটের গাঁথনি ও টিনের ছাউনি দিয়ে তৈরি। নেই কোনও নকশা বা কারুকার্য।
০৮১০
এখানে ভক্তদের পুজোর ফল বা দক্ষিণা দেওয়া নিষেধ। ভক্তরা চাইলে দেবীর জন্য প্রসাদ রেখে যেতে পারেন।
০৯১০
শুধুমাত্র অমাবস্যা তিথিতে পুরোহিত এসে বিশেষ পুজো করেন। বাকি দিনগুলিতে ভক্তরাই পুজোর দায়িত্ব সামলান।
১০১০
মূল মন্দির চত্বরে আরও একটি ছোট মন্দির রয়েছে। সেটি 'ছোট মা'-র মন্দির নামে পরিচিত। কালীপুজোর আবহে চাইলে আপনিও এই মন্দিরে এসে পুজো করে যেতে পারেন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)