Goddess Kali with 10 hands legs and head worshipped in malda dgtl
Unique idol of Goddess Kali
কেবল ১০ হাত নয়, রয়েছে ১০ মাথা, ১০ পা-ও! কোথায় পূজিত হয় এমন ভয়াল দর্শন কালী?
কালী মূর্তি অনেক সময়ই ভয়াল দর্শন। কিন্তু এ যেন একে বারেই আলাদা সবার থেকে। দারুণ ভয়ানক। এই কালীর চার হাত নেই। আছে দুর্গার মতো ১০ হাত।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৮:২৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
কালী মূর্তি অনেক সময়ই ভয়াল দর্শন। কিন্তু এ যেন একে বারেই আলাদা সবার থেকে। দারুণ ভয়ানক। এই কালীর চার হাত নেই। আছে দুর্গার মতো ১০ হাত। তবে বিষয়টা কেবল ততটুকু নয়।
০২১২
এই কালী মূর্তির পা এবং মাথাও ১০টি করে!
০৩১২
ভাবছেন কোথায় এই কালী মূর্তি পূজিত হয়? মালদার ইংরেজবাজারে।
০৪১২
এই কালীর আরও এক বিশেষত্ব হল তাঁর নিচে শিব শায়িত নেই। বরং রয়েছে অসুরের কাটা মুন্ডু।
০৫১২
দেবীর ১০ সুসজ্জিত বিভিন্ন ধরনের অস্ত্রে।
০৬১২
অমাবস্যায় নয়, বরং চতুর্দশীতে পুজো পান এই দেবী।
০৭১২
রাতে নয়, চতুর্দশীর সকালে পূজিত হন তিনি।
০৮১২
ইংরেজবাজার ব্যায়াম সমিতির এই পুজো বর্তমানে শহরের গঙ্গাবাগ মাঠে অনুষ্ঠিত হয়।
০৯১২
পাঁঠা বলির রক্ত উৎসর্গ করে শুরু হয় দেবীর পুজো।
১০১২
বলি শেষে দেবীকে দেওয়া হয় শোল মাছের টক।
১১১২
চলতি বছরে ৯৬ বছরে পা দেবে এই কালী পুজো।
১২১২
কালীপুজোয় এক বার যাবেন নাকি এই পুজো দেখতে? (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।