পুজোর আমেজ পেতে এখন অনেকেই কুমোরটুলি যান। কিংবা এমনিও অনেক সময়ে অনেকেই কুমোরটুলি হানা দেন বন্ধুদের সঙ্গে কিংবা একলাই। মূল উদ্দেশ্য যদিও থাকে চুটিয়ে ফটো তোলা। কিন্তু জানেন কি, মূর্তি তৈরির এই আঁতুড়ঘরেই লুকিয়ে আছে একাধিক ঐতিহাসিক স্থান? ‘ট্রিপশিপ ট্রাইব’ তরফে এক 'ঐতিহাসিক ওয়াক' ঘুরিয়ে দেখাল সেগুলিই।