Janbazar Rajbari Puja is A Symbol of Bengali Heritage and Pride dgtl
Rani Rashmoni Bari Durga Puja
জানবাজার রাজবাড়ির পুজো শুধুই ঐতিহ্য নয়, বাঙালি অস্মিতা ও দেশাত্মবোধের দলিল!
আজও শতাব্দী প্রাচীন রীতিনীতি মেনে দশভুজার আরাধনা করা হয় এই বাড়িতে।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:০০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
শহর কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম জানবাজার রাজবাড়ির পুজো।
০২১০
এই বাড়ি রানি রাসমণির শ্বশুরবাড়ি। যার সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাস।
০৩১০
এই বাড়ি যেমন শতাব্দী প্রাচীন, তেমনই এই বাড়িতে দশভূজার আরাধনাও হয়ে আসছে শতকের পর শতক ধরে।
০৪১০
কথিত আছে, শ্রী রামকৃষ্ণ স্বয়ং নারীবেশে এই বাড়িতে জগজ্জননীর পুজো করেছিলেন!
০৫১০
আজও পরিবারের প্রাচীন রীতিনীতি মেনেই জানবাজার রাজবাড়িতে দুর্গাপুজো হয়।
০৬১০
বাড়ির একচালা প্রতিমার অন্যতম বৈশিষ্ট্য হল, মায়ের মুখ এখানে তপ্ত কাঞ্চন বর্ণের।
০৭১০
চাইলে যেকোনও দর্শনার্থীই পুজোর সময় জানবাজার রাজবাড়িতে গিয়ে প্রতিমা দর্শন করতে পারেন।
০৮১০
পরাধীন ভারতবর্ষে এই বাড়ি ছিল বাংলার নবজাগরণ, নারীর ক্ষমতায়ন ও ব্রিটিশ বিরোধী ভাবাদর্শের অন্যতম পীঠস্থান।
০৯১০
গৌরবময় সেই ইতিহাস আজও সযন্তে রক্ষা করে চলেছেন বাড়ির বর্তমান সদস্যরা।
১০১০
এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে অথবা হাওড়া থেকে বাস ধরে ওয়েলিংটন মোড় পর্যন্ত এসে হাঁটা পথে জানবাজার রাজবাড়িতে পৌঁছে যাওয়া যায়। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।