Kali puja 2025 theme of baghajatin anandamela sporting club dgtl
Kolkata Kali Puja
‘প্রেত’রাজ্যে দেবীর আরাধনা! দীপাবলিতে কত গোল দেবে বাঘাযতীনের বৃহৎ জোড়া কালী?
কালীপুজোর আগে আলোচনার কেন্দ্রে বাঘাযতীন আনন্দমেলা স্পোর্টিং ক্লাব।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ২০:১৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
দুর্বল হৃদয়ের ব্যক্তিরা সাবধান! মণ্ডপ দর্শনের আগেই যদি এমন সতর্কবার্তা দেওয়া হয়, তা হলে ভয় কতটা বাড়ে, তা জানা না থাকলেও উত্তেজনার পারদ যে দ্বিগুণ হয়, তা হলফ করেই বলা যায়।
০২১০
কালীপুজোর আগে আলোচনার কেন্দ্রে বাঘাযতীন আনন্দমেলা স্পোর্টিং ক্লাব।
০৩১০
তাঁদের এই বছরের সুবিশাল জোড়া কালীর দর্শন পেতে মুখিয়ে রয়েছেন দর্শক।
০৪১০
চলতি বছর ৫৯তম বর্ষে পা দিল এই পুজো।
০৫১০
মণ্ডপ তো নয়, যেন শহরের বুকে আস্ত এক প্রেতরাজ্য!।
০৬১০
যে দিকে দু’চোখ যাবে, সেই দিকেই ‘তেনাদের’ উপস্থিতি। ভয় পাবেন না তো?
০৭১০
আর তার মাঝেই বিরাজমান রাজস্থান-ঘাটালের জোড়া কালীমূর্তি।
০৮১০
শিল্পী উত্তম দে-এর হাতে প্রাণ পেয়েছে সেই বিগ্রহ। উচ্চতা প্রায় ৫৫ ফুট।
০৯১০
এই নিয়ে দ্বিতীয় বার এই পুজোর সঙ্গে জড়িত হলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর গৌরব তপাদার।
১০১০
‘প্রেতকথা’ এবং আনন্দমেলা স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগেই হচ্ছে এই পুজো। জনগণের মধ্যে দারুণ সাড়া ফেলেছে এই পুজো। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)