Know the timing of anjali to distribution of bhog of Naihati boro maa puja dgtl
Naihati Boro Maa
বড়মার পুজোর জন্য প্রস্তুত হচ্ছে নৈহাটি, জেনে নিন অঞ্জলি থেকে ভোগ বিতরণের সময়
এই বছর নৈহাটি বড়মায়ের পুজো কবে, কখনই বা অঞ্জলি, জেনে নিন সব।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৮:২৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
আগামী ২০ অক্টোবর কালীপুজো। যদিও ২০ অক্টোবর, সোমবার অমাবস্যা লাগছে, চলবে ২১ তারিখ বিকেল পর্যন্ত। এই বছর নৈহাটি বড়মায়ের পুজো কবে, কখনই বা অঞ্জলি, জেনে নিন সব।
০২১২
নৈহাটি বড়মা ভীষণই জাগ্রত বলে বিশ্বাস ভক্তদের। প্রতি বছর বিপুল সংখ্যক ভিড় জমান কালীপুজোর সময় এই পুজো দেখতে। এ ছাড়াও রোজ বহু মানুষ দূরদূরান্ত থেকে আসেন এখানে পুজো দিতে।
০৩১২
এই বছর কালীপুজোর সময় সেই বড়মার পুজো কখন, অঞ্জলিই বা কখন হবে সব জেনে নেওয়া যাক।
০৪১২
নৈহাটি বড়মার পুজো শুরু হবে ২০ অক্টোবর রাত ১২টা থেকে।
০৫১২
অঞ্জলি হবে রাত ২টো নাগাদ।
০৬১২
ভোর থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে দণ্ডি কাটা।
০৭১২
বড়মার ভোগ প্রসাদ ২০ অক্টোবর রাত ৩টে থেকে পর দিন সকাল ১০টা পর্যন্ত চলবে।
০৮১২
জগবন্ধু মোড়ের কাছে যে পুকুর রয়েছে তার কাছে অবস্থিত সুষমা আবাসনে ভোগ প্রসাদ দেওয়া হবে।
০৯১২
অন্য দিকে সন্দেশ প্রসাদ নিতে হলে আগে থেকে কুপন কাটতে হবে।
১০১২
এই প্রসাদও একই সময় বিতরণ করা হবে, তবে স্থান আলাদা।
১১১২
বড়মার সন্দেশ প্রসাদ পাওয়া যাবে নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যালয় ও মহেন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে।
১২১২
১৭ তারিখের পর ফের ২৬ তারিখ সর্বসাধারণের জন্য বড়মার মন্দির খুলবে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)