Maldas Five Sisters Kali Puja was Started by Dacoits dgtl
Kali Puja 2025
এই পুজোয় নাকি ভোগ দিলেই পূরণ হয় ইচ্ছে! মালদার পাঁচ বোনের পুজোর সঙ্গে জড়িয়ে আর কোন কিংবদন্তি?
চলুন জেনে নেওয়া যাক কেন এমন নাম হল এই পুজোর
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৮:১১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
ডাকাতদের শুরু করা কালীপুজো এখন পাঁচ বোনের কালী বলে পরিচিত! জড়িয়ে রয়েছে নানা কিংবদন্তিও।
০২১১
কিন্তু হঠাৎ কেন এমন নাম হল এই পুজোর? চলুন জেনে নেওয়া যাক সেই গল্পই।
০৩১১
প্রায় ৩৫০ বছর আগে মালদার ইংরেজবাজারের ১০ নম্বর ওয়ার্ডের কালীতলা, কুটিটোলা, ষষ্ঠীতলা লেন, রাজমহল রোড, এবং ১৬ নম্বর আন্ধারুপাড়া- এই ৫ জায়গায় ৫ ডাকাত দল আলাদা আলাদা ভাবে পাঁচটি কালী মূর্তি প্রতিষ্ঠা করে।
০৪১১
সেই সময় এই অঞ্চলগুলিতে গহীন অরণ্য ছিল। আর এই জঙ্গলে কাছাকাছি পুজো হওয়া এই পাঁচ কালীকে পাঁচ বোন কালী বলা হয়।
০৫১১
কালীপুজোর পর ৩ বোনের বিসর্জন হলেও থেকে যায় দুই বোন। সেই দুই মূর্তি পাথরের তৈরি হলে সেগুলির নিরঞ্জন হয় না। থেকে যায় মন্দিরেই।
০৬১১
কালীতলায় যে কালী রয়েছেন তিনি হলেন পাঁচ বোনের বড় বোন, বুড়া কালী।
০৭১১
ষষ্ঠীতলায় পুজো পান ডাকাতকালী। রাজমহল রোডে পূজিত হয় কাঁচাখাকি কালী।
০৮১১
মশানকালী পুজো পান কুটিটোলায়। আর আন্ধারুপাড়ায় ছোট বোন তারা রয়েছেন।
০৯১১
জনশ্রুতি অনুযায়ী এই পাঁচ বোনকে যদি ভোগ নিবেদন করা হয় তা হলে মনের ইচ্ছে পূরণ হয়।
১০১১
পাঁচ বোনকে নিয়ে বিসর্জনের উদ্দেশ্যে বেরোনো হলেও, তিনজনকে মহানন্দার জলে নিরঞ্জন করা হয়। বাকি দুজনকে ফিরিয়ে আনা হয় মন্দিরে।
১১১১
এ বার মালদায় কালীপুজোর সময় গেলে এক বার দেখে আসতেই পারেন এই পুজো। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।