These Food Items will be Offered to Goddess Tara on Kali Puja 2025 dgtl
Kali Puja 2025
কার্তিক অমাবস্যায় বিশেষ পুজো, তারাপীঠে মা তারাকে দেওয়া হবে কী কী ভোগ? কত ক্ষণ খোলা মন্দির?
মঙ্গলারতি হওয়ার পরই খুলে যাবে মন্দিরের গেট।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১১:০৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
কালীপুজো উপলক্ষ্যে এই বছরও তারাপীঠে তারা মায়ের শিলামূর্তিকে সোমবার ভোর চারটে নাগাদ মহাস্নান করানো হবে।
০২১১
তার পর দেবীকে পরানো হবে রাজবেশ। হবে মঙ্গলারতি। এর পরই খুলে যাবে মন্দিরের গেট।
০৩১১
তারাপীঠ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে কালীপুজোর দিন সারা রাত মন্দির খোলা থাকবে।
০৪১১
সন্ধ্যা ছয়টা নাগাদ দেবীর সন্ধ্যারতি হবে।
০৫১১
নিশিপুজো শুরু হবে রাত ১১টার পর। হবে বিশেষ আরতি।
০৬১১
এই সময়ের আগে দেবী সেজে উঠবে সোনার গহনা এবং ডাকের সাজে।
০৭১১
কার্তিক অমাবস্যায় কালীরূপে পূজিত হন দেবী তারা।
০৮১১
এ দিন দেবীকে বিশেষ ভোগ দেওয়ার রীতি আছে। কী কী থাকে দেবীর ভোগের থালায়?
০৯১১
কালীপুজোর দুপুরে দেবীকে ভাত, পোলাও সহ ডাল, পাঁচ রকম ভাজা দেওয়া হয়। থাকে পাঁচ রকমের তরকারি, মাছ। বিশেষ ভোগ হিসেবে থাকে বলির পাঁঠার মাংস, শোল মাছ পোড়া।
১০১১
এ ছাড়াও ভোগের থালায় চাটনি, পায়েস, মিষ্টি এবং কারণবারি।
১১১১
সন্ধ্যায় শীতলভোগে থাকবে লুচি, মিষ্টি, খই, মুড়কি, ইত্যাদি। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।